Vlog With Baishakhi Dutta♾️

আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা।।।।।

******** ছোটবেলা***********

আজ হঠাৎ ছোটবেলার মতো খুব খুশি হয়ে গেলো মোন টা অফিস থেকে স্টেশনারি তুললাম কাজের জন্যে কিন্তু সেই ছোট্ট বেলায় যেমন নতুন পেনসিল, রাবার, খাতা,বই পেয়ে মনটা খুশী তে ভোরে উঠতো। নতুন ক্লাস এ ওঠার আনন্দ, নতুন বই এর গন্ধ , নতুন সব কিছু পাওয়ার আনন্দে অনেক মাস কেটে যেত। তখন নতুন বই এর গন্ধ , নতুন খাতা পেন ইউজ করার আনন্দ ছিলো আলাদা।
যতো আমরা বড় হচ্ছি ততো ছোটো জিনিসে আনন্দ আর পাইনা।
তাই ছোটবেলা টা আমাদের খুব সুন্দর হয়।
যতো বড় হবে বুঝতে শিখবে তোতো বিপদ।
ততো তোমার আনন্দ কম হতে থাকবে।
যতো বুঝতে শিখবে ততো তোমার ঘৃণা বারবে।
যতো বড় হবে মিথ্যা কথা বেশি বলবে কারণ tmi লোকাতে শিখে গেছো।
যতো বড় হবে আনন্দ কমে যাবে।
যতো বড় হবে চিন্তা বাড়বে ।
তাই ছোটবেলা টাই খুব সুন্দর ছিলো আমাদের ।
আশা করি আজকাল কার শিশুরা যেন আমদের মত আনন্দে জীবন কাটাতে পারে।
আমদের সময় ছোটো বেলা ** নর পশু** দের ভয় ছিলনা।
আমরা বড় হয়ে এসব দেখছি কিন্তু আজকাল কার শিশু দের জীবনে সেই সুখ টুকুও নেই।
তারা বুঝতে শেখার আগেই শিখছে good touch & bad touch।
আমরাও কিছু নোংরামির শিকার হয়েছি কম বেশি সকলে কিন্তু বুঝতে পারিনি , কাউকে বলতে পারিনি।
আজকাল কার শিশুরা atleast বলতে এবং বুঝতে শিখছে বয়সের আগে এটাই দরকার।
ছোটবেলা টা সকলের সুন্দর হাওয়া উচিৎ।❤️
----------------------------------------------------------বৈশাখী

1 year ago | [YT] | 3