Tamim Mahmud

অনেক সময় বিভিন্ন ভিডিও বা পোস্টে দেখি —
কেউ কেউ কমেন্টে লেখে,

“যারা আল্লাহকে ভালোবাসেন, লাইক দিন।”
“যারা নবীকে ভালোবাসেন, লাইক দিন।”
...ইত্যাদি।

আমি জানি না, তারা কোন উদ্দেশ্যে এমন কমেন্ট করে —
লোক দেখানোর জন্য, নাকি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য।

যদি লোক দেখানোর জন্য করে, তাহলে সেটা রিয়া (দেখানোর ইবাদত), আর রিয়া হলো ইসলামে একটি বড় গুনাহের কাজ।

আর যদি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যেও হয়,
তবুও এটি সঠিক পদ্ধতি নয়। কারণ, এমন কমেন্ট দেখে অনেক অমুসলিম ইসলাম নিয়ে হাসাহাসি ও ঠাট্টা করে।

আল্লাহর ইবাদত করাই হলো আল্লাহর প্রতি ভালোবাসার প্রকৃত প্রমাণ।

আর নবী মুহাম্মদ (সা:) কে অনুসরণ করাই হলো নবীর প্রতি ভালোবাসার প্রকৃত প্রমাণ।

2 days ago | [YT] | 8