Tech Unlimited

8K রেজল্যুশনের ভিডিও ধারণ করতে সক্ষম নতুন অ্যাকশন ক্যামেরা বাজারে এনেছে Insta360

6 days ago | [YT] | 123



@TechUnlimitedBD 

৮কে রেজল্যুশনের ভিডিও ধারণ করতে সক্ষম নতুন অ্যাকশন ক্যামেরা বাজারে এনেছে ইনস্টা৩৬০। ‘এক্স৫’ মডেলের ক্যামেরাটি কাজে লাগিয়ে সহজেই এইচডি (হাই-ডেফিনেশন) মান বা ফরম্যাটে ছবি তোলার পাশাপাশি বিভিন্ন ফরম্যাটের ভিডিও ধারণ করা সম্ভব। ইনস্টা৩৬০ এক্স৫ মডেলটিতে ১/১ দশমিক ২৮ ইঞ্চি আকারের বড় সেন্সর ব্যবহার করা হয়েছে, যা আগের মডেল এক্স৪-এর তুলনায় ১৪৪ শতাংশ বড়। ক্যামেরাটিতে প্রতি সেকেন্ডে ৮কে রেজল্যুশনে ৩০টি, ৫ দশমিক ৭কে রেজল্যুশনে ৬০টি এবং ৪কে রেজল্যুশনে সর্বোচ্চ ১২০টি ফ্রেম ধারণ করা যায়। ছবির ক্ষেত্রে ক্যামেরাটি ১৮ থেকে ৭২ মেগাপিক্সেল রেজল্যুশনের ছবি তুলতে পারে। ২ হাজার ৪০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিযুক্ত ক্যামেরাটি পানিরোধক, ফলে সর্বোচ্চ ১৫ মিটার পানির নিচেও ছবি ও ভিডিও করা যায়। এক্স৫ মডেলে যুক্ত করা হয়েছে ‘শুট ফার্স্ট, পয়েন্ট লেটার’ নামের একটি বিশেষ সুবিধা, যা কাজে লাগিয়ে ৩৬০ ডিগ্রি ভিডিও ধারণের সময় নির্দিষ্ট অ্যাঙ্গেল ঠিক না করেও পুরো দৃশ্য ধারণ করা যায়। শুধু তাই নয়, ভিডিও সম্পাদনার সময় যেকোনো দিক থেকেই পছন্দের অ্যাঙ্গেল বেছে নেওয়া সম্ভব। ফলে নির্মাতারা একই ভিডিও ফুটেজের একাধিক অ্যাঙ্গেল ব্যবহার করতে পারেন, যা কনটেন্ট নির্মাণে বাড়তি সুবিধা দেবে। অ্যাকশন ক্যামেরাটিতে শব্দ ধারণের জন্য রয়েছে উন্নত ‘উইন্ডগার্ড’ সুবিধা, যা বাতাসের সময়ও ভালোমানের শব্দ ধারণ করতে পারে। অপটিক্যাল গ্লাস দিয়ে তৈরি ক্যামেরাটির লেন্স চাইলে পরিবর্তনও করা যাবে। ফলে ব্যবহারকারীরা চাইলেই ভবিষ্যতে লেন্স আপগ্রেড করতে পারবেন। অ্যাকশন ক্যামেরাটির দাম ৫৫০ মার্কিন ডলার বা ৬৬ হাজার টাকা (প্রতি ডলারের বিনিময় মূল্য ১২০ টাকা ধরে)।

6 days ago | 5

@প্রশান্তির_আলো

সেই হইছে পুরাই আগুন ক্যামেরা এটা 🥰

6 days ago | 0

@lhtp1

2 din holo lunch hoise It's my new insta 360×5 New camara hobe wow Super 😍

6 days ago | 0

@DSgaming-i1v

Very expensive একটা অনুরোধ রইল কখনো এই ক্যামেরা ক্রয় করলে এই ক্যামেরা দিয়ে আপনি একটি ব্লগ ভিডিও আপলোড দিবেন 🙏🙏

6 days ago (edited) | 2

@emonsiddikreaction

অসাধারণ 💖

6 days ago | 0

@IKBALDRAWINGART

আসসালামুয়ালাইকুম আপনারা সবাই কেমন আছেন

6 days ago | 0

@MostafaZone-w5o

বন্ধু করে নিলাম আশা করি ভালোবাসা পাব

6 days ago | 1

@Mr.JYDGamerz

,এত সুন্দর পোস্ট করার জন্য আপনি পেয়ে যাচ্ছেন - ৫ কেজি মিনিকেট চাল ২ কেজি আলু ২ কেজি মুসুরি ডাল ২ কেজি দেশি পেয়াজ ৫০০ গ্রাম মরিচের গুড়া ৫০০ গ্রাম হলুদের গুড়া ১ কেজি দেশি রসুন ১ কেজি দেশি আদা ২ লিটার সয়াবিন তেল ১ কেজি লবণ ও ১ কেজি আটা ও ২কেজি ভালো বাসা💥 উপহার গুলো আপনার নিকটতম যেকোনো মুদির দোকান থেকে আমার কমেন্ট দেখিয়ে সংগ্রহ করবেন!!! ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই!🥱

5 days ago | 0