Fairy Of Novel

প্রণয়ের কথা– পর্ব ১৮!
লেখিকা: মারজিয়া আক্তার

ভোর থেকে তীব্র টেনশন।
আজ তাদের ইউনিভার্সিটির ভাইভা। রায়হান হোস্টেলে থেকেও আগেই বেরিয়েছে, আর আয়াত… আয়নার সামনে দাঁড়িয়ে বারবার নিজের মুখটা দেখে।

"আল্লাহ… যদি ভুলে যাই?" — আয়াতের মনে হাজারো প্রশ্ন।

স্নেহা পাশে দাঁড়িয়ে বলল,
— “তুই পারবি আয়াত। তুই আয়াত ইসলাম! ভাইভাতে যারা থাকবে, তারা তোকে দেখে মুগ্ধ হয়ে যাবে।”

রায়হান আর আয়াত দুজনেই একই ভার্সিটিতে চান্স পেয়েছে — এটা যেন স্বপ্নের মতো।

বিশ্ববিদ্যালয়ের গেইট পেরোনোর সময় রায়হান আয়াতের দিকে তাকিয়ে বলল,
— “তুই নার্ভাস হোস না। আমি আছি পাশে। আর তোর তো ভয় পাওয়ার কিছুই নাই… তুই তো আমার চেয়েও স্মার্ট।”

আয়াত একটু হাসল। কিন্তু ঠোঁটের কোণেই লুকিয়ে থাকা ভয়টা রায়হান ঠিক বুঝে ফেলল।

ভাইভা বোর্ডে ঢোকার সময় আয়াত একটুখানি চেয়ে রায়হানের হাত ছুঁয়ে বলল,
— “দোয়া করিস, ভালো হয়।”

রায়হানের উত্তর ছিল সহজ, শান্ত কিন্তু দৃঢ়:
— “তুই পারবি। আর আজকের দিনটা একটা নতুন শুরু হবে আমাদের জন্য।”

ভাইভার পরে আয়াত বের হয়ে আসল চোখে জল নিয়ে —
কিন্তু সেটা ভয় বা ভুলের জন্য নয়।

ও বলল, “রায়হান… আমি পারলাম। আমায় বলল, ‘You’re excellent, Miss Ayat’…”

রায়হান তার ব্যাগটা কাঁধে তুলে বলল,
— “Welcome to the beginning of our next chapter, Miss Ayat.”

চলবে......

1 month ago | [YT] | 3



@marufhasan5125

Akane to amr name a kisui bola hoi ni tahole shudu shudu amr name ta use korar mne ki bhai..? 😂

4 weeks ago | 1