Rudranil Bhaumik

সেই দিনগুলো আজও মনের কোণে এক অদ্ভুত আবেগ নিয়ে বেঁচে আছে। নতুন জামা, ছুটির প্ল্যান | তখন তো মোবাইল ক্যামেরা ছিল না, বাবা রিল ভরে ছবি তুলত—প্যান্ডেলের, মা দুর্গার, আর আমাদের হাসিমুখের মুহূর্তগুলো।

একটা লাল মারুতি ৮০০ ছিল আমাদের। মা-বাবা আর আমি—এই তিনজনের ছোট্ট দল। প্যান্ডেল হপিং করতে করতে হঠাৎ কোথাও আইসক্রিম, কখনও ফুচকা, কখনও বা সেই পুরনো দিনের মিল্কোজ। আহা, সেই স্বাদ আজও জিভে লেগে আছে যেন।

বাবার মায়ের হাত ধরে হেঁটে হেঁটে প্যান্ডেল দেখা, ভিড়ের মধ্যেও নিশ্চিন্ত থাকা—সেই শান্তি আজকের কোলাহলে মেলে না। এখনো যখন তিনজনে একসাথে বেরোই পুজোর রাতে, তখন ঐ পুরোনো দিনগুলোর কথা মনে পড়ে।

ভাবি, কত তাড়াতাড়ি বড় হয়ে গেলাম! আর পুরোনো অ্যালবামগুলো খুলে যখন দেখি সেই ছবিগুলো—তখন মনে হয়, জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো হয়তো সেই ছোট্টবেলার পুজোতেই লুকিয়ে আছে।

Shubo Maha Nabami🙏🏻✨️

2 weeks ago | [YT] | 3