বৃক্ষবন্ধু Azharul Islam

গোলাপী-লাল রঙের মিশেলে লাল লিয়া(Leea rubra Blume) ফুল যেন হাসিখুশি কোনো রমণী হেসে হেসে মাঠের কোণে দাঁড়িয়ে আছে। রোদ তাকে ছুঁলে সে ঝলমল করে ওঠে, বাতাস এলে মৃদু নাচে, আর চোখ পড়লেই মনে হয়-আহা, এ তো প্রকৃতির সাজঘরের গোপন অলঙ্কার!

এই ফুলের রঙে আছে দুষ্টুমি, কোমলতায় আছে লাজুক হাসি। দূর থেকে তাকে দেখা যায় আগুনের শিখার মতো লাল, কাছে গিয়ে বোঝা যায়-আসলে সে মিষ্টি গোলাপী ছায়ায় সেজে উঠেছে। যেন ফুল নিজেই বুঝে গেছে, সৌন্দর্য মানে একরঙা নয়- বরং রঙের খেলা। পথের ধারে যদি হঠাৎ লাল লিয়া ফুটে থাকে, পথিকের মনও থমকে দাঁড়ায়। মনে হয় ফুলটা ফিসফিস করে বলছে-এই যে মানুষ, দাঁড়াও! জীবন শুধু দৌঁড়ের নয়, একটু থেমে সৌন্দর্যটাও উপভোগ করো।

লাল লিয়া শুধু ফুল নয়, সে সত্যিই আনন্দের দূত-রঙের জাদুকর। যখন সে ফোটে, তখন চারপাশে ছড়িয়ে পড়ে এক অদৃশ্য আলো, যা শুধু চোখে ধরা দেয় না, মনের ভেতরও ঢেউ তোলে। তার রঙের খেলা যেন প্রকৃতির আঁকা এক চমৎকার ক্যানভাস-যেখানে লাল মানে উচ্ছ্বাস, গোলাপী মানে মাধুর্য, আর দু’য়ে মিলে জীবনের পরিপূর্ণতা। এই ফুলের দিকে তাকালে মনে হয়, সে যেন মাটির বুক থেকে উঠে আসা এক শিল্পী, যে আপন রঙ দিয়ে শেখায় কিভাবে জীবনের প্রতিটি দিনকে রঙিন করে তুলতে হয়। তার কোমল দোলায় আছে হাসির ছন্দ, আর রঙের আভায় আছে স্বপ্নের ডানা।

সত্যি বলতে, লাল লিয়া শুধু ফুল নয়, সে যেন প্রকৃতির মঞ্চে দাঁড়িয়ে থাকা এক গায়ক-যে রঙের সুরে বলে যায়, “জীবন সুন্দর, শুধু তাকিয়ে দেখো।”

1 month ago | [YT] | 71



@brishtyrahman8429

Sir , ei shob gachher kolom kothay paoa jabe ?

3 weeks ago | 0