কন্টেন্ট রাইটিং শিখলে কি কাজ পাওয়া যায়? 🤔 ↳ অনেকেই আমাকে এই প্রশ্ন করে।
সত্যিটা হলো: ↳ স্কিল শেখা এক জিনিস ↳ স্কিলকে মার্কেট করে বিক্রি করতে পারা আরেক জিনিস
আপনি যত ভালো রাইটার হন, যত ভালো এডিটর বা ডেভেলপার হন, যদি নিজের স্কিলটা সুন্দর করে প্রেজেন্ট করতে না পারেন— ⇢ ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে না।
এই যে কয়েকদিন আগেই একতা পোস্ট দিয়েছিলাম যে কিভাবে Reddit ূথেকে পেয়েছি। আজকে এই বায়ার টা এসেছে Upwork থেকে । এই দুইটা Client পাওয়ার পিছনে একটাই সিক্রেট নিজের সার্ভিস সম্পর্কে এবং নিজের টার্গেট Client সম্পর্কে সম্পূর্ণ ধারনা রাখা।
তাহলে করণীয় কী? • নিজের সার্ভিস সম্পর্কে ক্লিয়ার করে janun • আপনার টার্গেট ক্লায়েন্ট কে সেটা জানুন। সবাইকে সার্ভিস দিতে যাইয়েন না। • আপনার টার্গেট ক্লায়েন্ট অনলাইনে কোথায় ঘুরে ফিরে সেটা জানুন (ফেসবুকের কোন গ্রুপ, কোন Subreddit) • সেখানে নিয়মিত ভ্যালু-দেওয়া পোস্ট করুন. • যারা হায়ার করতে চায়, তাদের সাথে ইন্টারেক্ট করুন. • দরকার হলে কোল্ড মেসেজ পাঠান • এগুলার পাশাপাশি সেম টাইপ Client কে টার্গেট করে Upwork এ প্রপোজাল পাঠান। অথবা ফাইভার এ গিগ দিন
এটাই গেম। 🏈
শুধু স্কিল শিখলেই হবে না। নিজেকে প্রেজেন্ট করতে হবে, ভ্যালু দেখাতে হবে, আর নিজের সার্ভিস আর টার্গেট ক্লিয়েন্ট সম্পর্কে সম্পূর্ণ ধারনা রাখতে হবে।
আপনার টার্গেট ক্লায়েন্ট কে – এটা আপনি জানেন তো? Comment এ জানাবেন!
Moinul Karim
কন্টেন্ট রাইটিং শিখলে কি কাজ পাওয়া যায়? 🤔
↳ অনেকেই আমাকে এই প্রশ্ন করে।
সত্যিটা হলো:
↳ স্কিল শেখা এক জিনিস
↳ স্কিলকে মার্কেট করে বিক্রি করতে পারা আরেক জিনিস
আপনি যত ভালো রাইটার হন,
যত ভালো এডিটর বা ডেভেলপার হন,
যদি নিজের স্কিলটা সুন্দর করে প্রেজেন্ট করতে না পারেন—
⇢ ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে না।
এই যে কয়েকদিন আগেই একতা পোস্ট দিয়েছিলাম যে কিভাবে Reddit ূথেকে পেয়েছি। আজকে এই বায়ার টা এসেছে Upwork থেকে । এই দুইটা Client পাওয়ার পিছনে একটাই সিক্রেট নিজের সার্ভিস সম্পর্কে এবং নিজের টার্গেট Client সম্পর্কে সম্পূর্ণ ধারনা রাখা।
তাহলে করণীয় কী?
• নিজের সার্ভিস সম্পর্কে ক্লিয়ার করে janun
• আপনার টার্গেট ক্লায়েন্ট কে সেটা জানুন। সবাইকে সার্ভিস দিতে যাইয়েন না।
• আপনার টার্গেট ক্লায়েন্ট অনলাইনে কোথায় ঘুরে ফিরে সেটা জানুন (ফেসবুকের কোন গ্রুপ, কোন Subreddit)
• সেখানে নিয়মিত ভ্যালু-দেওয়া পোস্ট করুন.
• যারা হায়ার করতে চায়, তাদের সাথে ইন্টারেক্ট করুন.
• দরকার হলে কোল্ড মেসেজ পাঠান
• এগুলার পাশাপাশি সেম টাইপ Client কে টার্গেট করে Upwork এ প্রপোজাল পাঠান। অথবা ফাইভার এ গিগ দিন
এটাই গেম। 🏈
শুধু স্কিল শিখলেই হবে না।
নিজেকে প্রেজেন্ট করতে হবে,
ভ্যালু দেখাতে হবে,
আর নিজের সার্ভিস আর টার্গেট ক্লিয়েন্ট সম্পর্কে সম্পূর্ণ ধারনা রাখতে হবে।
আপনার টার্গেট ক্লায়েন্ট কে – এটা আপনি জানেন তো?
Comment এ জানাবেন!
#contentwriting #freelancing #clienthunting #skills #marketyourself #growth
1 month ago | [YT] | 13