চাঁদাবাজের ঠিকানা এই বাংলায় হবে না। ভিক্ষা লাগলে ভিক্ষা নে চান্দাবাজি ছাইড়া দে। আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই ❤
2 weeks ago | 5
লাঙ্গল দিয়ে চাষ করলাম মাটি সেই মাটির মানুষকে দিলো ফাঁকি। যত্ন করে বুনলাম ধান ধানে নেই সেই আগের মাটি মানুষের ঘ্রাণ। মাঝির ডাকে অতীত ভুলে নৌকায় উঠলাম উঠে দেখলাম কি বীভৎস রক্ত,খুন-গুম, শৃঙ্খলে করতে চাইল গোলাম। এইবার ন্যায় ইনসাফের প্রতীক নিক্তি হবে কি মাটি মানুষের আস্থা ভালোবাসার স্বস্তি? জানাবেন আপামর জনসাধারণের নিঃসঙ্কোচন,নির্ভয়ের উক্তি?
1 week ago | 0
আপনি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেননি কেনো?
1 week ago | 0
আল্লাহ তায়ালা, আমির জামাতের হায়াত দরাজ করুন। সত্যের উপর অবিচল রাখুন। সুস্থতার নেয়ামত দান করুন।
2 weeks ago | 0
Lily Tv24
শুরুতেই আল্লাহ তা'য়ালার শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে গতকাল ঢাকা-১৫ আসনের আগারগাঁও তালতলা এবং শেওড়াপাড়া এলাকার সম্মানিত এলাকাবাসীর সাথে জুম'আর সালাতসহ চার ওয়াক্ত সালাত আদায় করার এবং দ্বীনি আলোচনায় অংশগ্রহণ করার তাওফিক দান করেছেন।
সম্মানিত এলাকাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাকে অভিভূত করেছে। এজন্য আমি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ তা'য়ালার কাছে দো'য়া করছি, তিনি যেন সামনের দিনগুলোতে আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে তাঁর বিধানের আলোকে জীবন পরিচালনা করার তাওফিক দান করেন। দেশের জন্য যেকোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আল্লাহ তা'য়ালার দেখানো পথ অনুসরণ করার বিচক্ষণতা দান করেন। আমিন।
2 weeks ago | [YT] | 1,622