Quraner Monzil bangla

রোগী পাঠানোর বিনিময়ে কমিশন গ্রহণ: ইসলামী দৃষ্টিভঙ্গি

রোগীকে ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দেওয়াটা বিনিময়যোগ্য কাজ নয়। তাই কারো জন্য কোনো রোগীকে ডাক্তারের কাছে পাঠিয়ে বিনিময়ে কোনো কমিশন বা অন্য কিছু গ্রহণ করা জায়েয নয়, বরং তা ঘুষের অন্তর্ভুক্ত।

উল্লেখ্য, মুসলমান পরস্পর ভাই ভাই। প্রত্যেক মুসলমানের মধ্যে তার ভাইয়ের জন্য কল্যাণকামিতা থাকা ইসলামের শিক্ষা ও দ্বীনের পরিচায়ক।

রদ্দুল মুহতার ৬/৯৫; আলমুহীতুল বুরহানী ১১/৩৫৩, শরহুল আশবাহ, হামাবী ৩/১২৯; ফাতাওয়া বায্যাযিয়াহ ৫/৪৮,

1 month ago | [YT] | 19



@Halima-vu9kp

Hi

3 weeks ago | 0