Bristi's kitchen

একটি একটি করে দিন পেরিয়ে ১৮ টা বছর কাটিয়ে দিলাম একসাথে অনেক হাসি-কান্নার সুখস্মৃতি নিয়ে। শুভ বিবাহ বার্ষিকী বর মশাই। আজ শুধু একটা কথাই বলবো তোমায় - ' যেটুকু পাইবার মতো পাওয়া সেটুকু পাইয়াই যেন সুখী হইতে পারি, তার চেয়ে বেশী যতটুকুই পাওয়া যায়, তার অনেক ভার অনেক দুঃখ '।।

1 year ago | [YT] | 23