হেদায়েত

🙏 মানবিক আবেদন 🙏

আসসালামু আলাইকুম,
শুধু দোয়া নয় দান সদকাহ ও দোয়ার কবুলিয়তের সম্ভাবনা বাড়িয়ে দেয়।তাই সাধ্য মত আল্লাহর মাখলুকদের সাহায্য করুন।

ছবির লোকটা একজন রিকশাচালক ভাই ছিলেন যিনি জীবনে কখনো কারো কাছে হাত পাতেননি। কঠোর পরিশ্রম করে পরিবার চালাতেন। হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন।চিকিৎসার অভাবে প্যারালাইজড হয়ে যান এবং কথাও বলতে পারেন না এখন। টাকার অভাবে চিকিৎসা করতে পারেননি।

স্ত্রী কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। এখন তিনি একেবারেই অসহায়। অনেক সন্তান থাকলেও তার এক গরিব মেয়ে তাকে দেখান। কোনো রকমে বিস্কুট খাইয়ে দিন পার করছেন তার বাবাকে। ঘরের কয়েক মাসের ভাড়াও বাকি—যেকোনো সময়ে বাড়ি থেকে বের করে দেওয়া হতে পারে।

প্রিয় ভাই ও আপুরা ❤️
আপনাদের ছোট্ট সাহায্য তার জীবনের জন্য বড় আশীর্বাদ হতে পারে। কেউ খাবার, কেউ চিকিৎসা, কেউ ভাড়ার জন্য একটু সহায়তা করলে তিনি নতুনভাবে বাঁচার সুযোগ পাবেন।
এই খেটে খাওয়া,পরিশ্রমী অসুস্থ লোকটাকে সাহায্য করুন।

🤲 মহান আল্লাহ আপনাদের দানকে কবুল করুন।

📌 সহযোগিতার জন্য যোগাযোগ:
👉 নগদ নাম্বার: 01590072602

1 day ago | [YT] | 16