bokulful7k

স্বপ্নেরদেশজাপান তুষারাবৃত পাহাড়ে আমি কখনও বাঁশি বাজাব বা এই পথ ধরে রোজ হেঁটে যেতে হবে এমন স্বপ্ন তো কখনও দেখিনি । স্বপ্নের অতীত । স্বর্গীয় পরিবেশে রোজ নিত্যনতুন আবেশে মুগ্ধ হই । এমন সুন্দর একটি জীবনের জন্য ঈশ্বরের কাছে আমার সর্বচ্চো সৎসর্গ করলাম ।প্রণাম জানাই সৃষ্টিকর্তাকে । কবির ভাষায়- হে ঐশ্বর্যবান,
তোমারে যা দিয়েছিনু সে তোমারি দান;
গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায় ।
হে বন্ধু, বিদায় ।
- রবীন্দ্রনাথ ঠাকুর

2 weeks ago | [YT] | 12