কথিকা

আমি লিখব কেন?
লিখে কি আদৌ কিছু হয়?
বিস্ফোরণে সদ্য ধ্বসে যাওয়া ঘর থেকে
পোঁড়া জামা আর নষ্ট থালাবাসন
কুড়ানো ভাই কি জানেনা যে আমরা কত নিকৃষ্ট?

আমরা বাজি ফুটিয়ে বাজনা বাজিয়ে সেলিব্রেট করেছি সেদিন।
যেদিন ছোট্ট নিষ্পাপ শিশুরা আচমকা ঘুমের ঘোরে ভষ্ম হয়ে পৃথিবী থেকে নিশ্চিন্ন হয়ে গেছে।
বিশ্বাস করুন আপনি অনেক খুঁজেও তাদের
আর কোন ছায়া এতবড় পৃথিবীর কোথাও দেখবেন না।

আমরা এখন শুধু মুখে আর ঘামে ভেজা বগলেই নয়
আমরা ট্রেনে গান পাউডার ছিটিয়ে মানুষ পুড়িয়ে মারছি আজকাল।
আমাদের ছাদের মুরগীর বারবিকিউয়ে ইদানীং
মানুষের পোড়া বারবিকিউয়ের গন্ধ আসে।
তবে কেন লিখতে যাব এই আকালের বাজারে?

আমরা এত নির্লজ্জ হয়েছি যে
অন্যের মুখের গ্রাস পর্যন্ত কেড়ে নিয়ে
নিজের মুখে পুরে দিতে শিখেছি।
একটা ঠ্যাং ভাঙ্গা চেয়ারের জন্য সদ্য হেঁটেচলা মানুষকে নিমিষেই গায়েব করে নদীতে ডুবিয়ে মেরেছি।

তাই আমাদের আর লিখার দরকার নেই।
নেই মিথ্যা তামাশা।
শুধু একটাই অনুরোধ সত্য বলতে যদি হয় বড় ভয়,
মিথ্যাকে তবু উপেক্ষা করে যাব
সেটাই হয়ত আপাতত আশা কিংবা নিরাশা।

1 year ago | [YT] | 38