পাওয়া যাবে না জানলেও, সেই ভালোবাসা কখনো মিথ্যা হয় না। ভালোবাসা মানে শুধু পেতে পারা নয়, এটা তো এক অপার্থিব অনুভূতি, যা হৃদয়ের গহীনে গেঁথে থাকে। কেউ যার জন্য ভালোবাসে, সে হয়তো কাছে থাকে না, হয়তো জীবনের কোনো মোড়ে হারিয়ে যায়, তবু ভালোবাসা তার কাছে থেকে যায় সত্যিকার অর্থেই অম্লান। আমাদের ভালোবাসা হয়তো চোখে দেখা যায় না, স্পর্শ করা যায় না, কিন্তু হৃদয় থেকে সে যেন কোনো দূরত্ব মেনে নেয়ার ইচ্ছাই রাখে না। কারণ ভালোবাসা তো এক রূপহীন মেলবন্ধন, যেখানে পাওয়ার অপেক্ষা নয়, শুধু দেওয়ার কথা লেখা থাকে। পাওয়া হয় না বলেই তো তার দাম আরও বেশি; সে ভালোবাসা নিঃস্বার্থ, নিখাদ, এমন এক ভালোবাসা যা কখনো ক্ষীণ হয় না, কখনো ভেঙে পড়ে না। আর তাই বলি — যেই ভালোবাসে, তার ভালোবাসা কখনো মিথ্যা হয় না, সে হয়তো দূরে থাকে, তবে হৃদয়ে চিরস্থায়ী।❤️🩹
pookie-vibes5
পাওয়া যাবে না জানলেও, সেই ভালোবাসা কখনো মিথ্যা হয় না। ভালোবাসা মানে শুধু পেতে পারা নয়, এটা তো এক অপার্থিব অনুভূতি, যা হৃদয়ের গহীনে গেঁথে থাকে। কেউ যার জন্য ভালোবাসে, সে হয়তো কাছে থাকে না, হয়তো জীবনের কোনো মোড়ে হারিয়ে যায়, তবু ভালোবাসা তার কাছে থেকে যায় সত্যিকার অর্থেই অম্লান।
আমাদের ভালোবাসা হয়তো চোখে দেখা যায় না, স্পর্শ করা যায় না, কিন্তু হৃদয় থেকে সে যেন কোনো দূরত্ব মেনে নেয়ার ইচ্ছাই রাখে না। কারণ ভালোবাসা তো এক রূপহীন মেলবন্ধন, যেখানে পাওয়ার অপেক্ষা নয়, শুধু দেওয়ার কথা লেখা থাকে।
পাওয়া হয় না বলেই তো তার দাম আরও বেশি; সে ভালোবাসা নিঃস্বার্থ, নিখাদ, এমন এক ভালোবাসা যা কখনো ক্ষীণ হয় না, কখনো ভেঙে পড়ে না। আর তাই বলি — যেই ভালোবাসে, তার ভালোবাসা কখনো মিথ্যা হয় না, সে হয়তো দূরে থাকে, তবে হৃদয়ে চিরস্থায়ী।❤️🩹
🥀 {𝑒𝑣𝑎}🥀
#@Luckygirl57
#@myedit_58
3 months ago | [YT] | 14