আজ আমার বয়স ২৩ বছর ০ দিন 🎂✨ আরও একটা বছর পেরিয়ে গেল জীবনের পথে… সময় সত্যিই কত দ্রুত কেটে যায়! এই ২৩ বছরের যাত্রাটা ছিল না মোটেও সহজ — ছিল লড়াই, পরিশ্রম, চোখের জল, হাসি আর অনেক শিক্ষা। প্রতিটি অভিজ্ঞতাই আমাকে আজকের আমি হিসেবে গড়ে তুলেছে।
প্রথমেই আমার মা-বাবাকে 🙏 জানাই অন্তরের প্রণাম ও ভালোবাসা ❤️ যারা আমায় এই পৃথিবীর আলো দেখিয়েছেন, জীবনের প্রতিটি মুহূর্তে পাশে থেকেছেন, আমার ভরসার জায়গা হয়ে উঠেছেন — তাঁদের প্রতি আমার কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ করা অসম্ভব।
আমার জীবনের সঙ্গে যাঁরা যুক্ত — যাঁরা বয়সে বড়, সকলকে জানাই আন্তরিক প্রণাম 🙏 তাঁদের স্নেহ, দিকনির্দেশনা আর আশীর্বাদই আমার পথচলার মূল শক্তি।
আর যাঁরা আমার বন্ধু, সহযাত্রী, বা অনুপ্রেরণার মানুষ — তোমাদের সকলকে জানাই ভালোবাসা ও কৃতজ্ঞতা 💖 তোমাদের সমর্থন, হাসি, উৎসাহ আমাকে প্রতিদিন নতুনভাবে বাঁচার শক্তি দেয়।
এই নতুন বছরটা আমার জীবনের আরও এক নতুন অধ্যায় 📖 চাই যেন আমি আরও শিখতে পারি, আরও ভালো মানুষ হতে পারি, আর সবার মুখে একটু হলেও হাসি ফোটাতে পারি 😊
ENJOY EXAM
আজ আমার বয়স ২৩ বছর ০ দিন 🎂✨
আরও একটা বছর পেরিয়ে গেল জীবনের পথে… সময় সত্যিই কত দ্রুত কেটে যায়! এই ২৩ বছরের যাত্রাটা ছিল না মোটেও সহজ — ছিল লড়াই, পরিশ্রম, চোখের জল, হাসি আর অনেক শিক্ষা। প্রতিটি অভিজ্ঞতাই আমাকে আজকের আমি হিসেবে গড়ে তুলেছে।
প্রথমেই আমার মা-বাবাকে 🙏 জানাই অন্তরের প্রণাম ও ভালোবাসা ❤️
যারা আমায় এই পৃথিবীর আলো দেখিয়েছেন, জীবনের প্রতিটি মুহূর্তে পাশে থেকেছেন, আমার ভরসার জায়গা হয়ে উঠেছেন — তাঁদের প্রতি আমার কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ করা অসম্ভব।
আমার জীবনের সঙ্গে যাঁরা যুক্ত — যাঁরা বয়সে বড়, সকলকে জানাই আন্তরিক প্রণাম 🙏
তাঁদের স্নেহ, দিকনির্দেশনা আর আশীর্বাদই আমার পথচলার মূল শক্তি।
আর যাঁরা আমার বন্ধু, সহযাত্রী, বা অনুপ্রেরণার মানুষ — তোমাদের সকলকে জানাই ভালোবাসা ও কৃতজ্ঞতা 💖
তোমাদের সমর্থন, হাসি, উৎসাহ আমাকে প্রতিদিন নতুনভাবে বাঁচার শক্তি দেয়।
এই নতুন বছরটা আমার জীবনের আরও এক নতুন অধ্যায় 📖
চাই যেন আমি আরও শিখতে পারি, আরও ভালো মানুষ হতে পারি, আর সবার মুখে একটু হলেও হাসি ফোটাতে পারি 😊
— ধন্যবাদ এই সুন্দর জীবনের জন্য 🌸💫
2 months ago | [YT] | 66