eid mubarak:face-red-heart-shape::face-red-heart-shape::face-red-heart-shape::face-red-heart-shape::face-red-heart-shape::face-red-heart-shape::face-red-heart-shape:
1 month ago
| 0
,( প্রিয় দেব জিত দাদা শুধু তোমার জন্য ❤️❤️❤️❤️❤️) নমস্কার সবাই কে আশা করি আপ্নারা ভালো আছেন সুস্থ আছেন, আজকের গল্প টি আমার একজন প্রিয় মানুষ কে নিয়ে লেখা. আশা করি আপনাদের ভালো লাগবে, চলুন শুরু করা যাক, - বড় দাদা আমাদের জীবনে একটি আদর্শ উদাহরণ হিসেবে উঠে দাঁড়িয়ে থাকেন। তাঁর নেতৃত্বে আমি দেখতে পাই সত্যিকারের ভাইয়ের দায়িত্ব এবং সদাচারের আদর্শ। দাদা শব্দ টা দুই অক্ষর এর হলেও জীবনে এর মূল্য অনেক, হাজার বাধা বিপত্তি উপেক্ষা করে যারা নিজে সাহস নিয়ে এগিয়ে যায় আর পরিবারের সকল কে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে - "ভয় কি আমি তো আছি, এগিয়ে চলো" এই রূপ দায়িত্ব বান কথা যিনি মনে করেন তিনি বড় দাদা. আজ এই রূপ এক জন দাদার কথা বলবো. অনেক দিন পর গল্প লিখতে লিখতে কি রকম হয়ে গেছিল জীবন টা, হঠাৎ মনে পড়লো আমার এক প্রিয় দিদি ওনার ইউটিউব লাইভ আছে আজকে, মনে হয় আজকেই, schedule check করে দেখলাম যা ভেবেছি ঠিক তাই, রাত্রি 8:30, ভেবে দেখলাম লেখিক হিসেবে সময়ে হয়ে ওঠে না, তাছাড়া অনেকদিন দিদি এর সাথে কথা বলা হয় না, তা যথা সময়ে গিয়ে উপস্থিত, দিদি তো রেগে আগুন - ভুলেই তো গেছিস, মনে তো পরে না একবার দিদি কে, অনেক কষ্টে বোঝানোর পর, শান্ত হল দিদি, গল্প শুরু করলাম, এমনি সময়ে হঠাৎ এক জন কে দেখে থমকে গেলাম, নাম লেখা আছে ভয়েস অফ জীত অফিসিয়াল, দিদির মাধ্যমে পরিচয় হলো ওনার সঙ্গে, ধীরে ধীরে পরিচয় গড়ে উঠলো ওনার সাথে, খুবই মজার মানুষ উনি, প্রসঙ্গত বলে রাখি দিদির নাম piyali দি, (হ জ ব র ল hesel ইউটিউব চ্যানেল এর কর্নধার),. যা হোক দিদির পরিচয় আগেই দিয়ে দিয়েছি আমি, তা কথা প্রসংগে জানা গেলো ওনার বাড়ি উত্তরবঙ্গে কোচবিহার জেলায়, আমিও বললাম সেকি আমার বাড়ি ও তো শিলিগুড়ি, ধীরে ধীরে কথা বাড়তে বাড়তে জানতে পারলাম ওনার একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে উনি না না ধরণের কবিতা গল্প পাঠ করে থাকেন, যেমন ভাবা তেমন কাজ sub করে চলে গেলাম ওনার লাইভ এ, ধীরে ধীরে আলাপ হতে হতে সম্পর্কটা আপনি থেকে আপন দাদা ভাই মিষ্টি মধুর এর সম্পর্ক গড়ে উঠতে বাধ্য হলো, এই ভাবে প্রতিদিন নোতুন ঠিকানা হয়ে উঠলো দাদার কাছে যাওয়ার, ধীরে ধীরে দাদার প্রিয় সোনা ভাই হয়ে উঠলাম আর দাদা ও প্রিয় একজন দাদা হয়ে উঠলো, সব কিছু ঠিক ঠাক চলছিল, দাদার সাথে গল্প করা কথা বলা, একদিন হলো কি একটি পোস্ট দেখে বিশাল ভাবে আঘাত লাগলো মনে, লেখা আছে বিদায় নি ছি বন্ধু রা, অনেক ভালোবাসা পেয়েছি, এই রকম কিছু কথা, সঙ্গে সঙ্গে ম্যাসেজ করলাম দাদা কে, কোনো উত্তর এলো না, এই দিকে টেনশন বেড়ে গেলো, এমনি তে প্রেসার এর রুগী তার মধ্যে এই গুলো, সারারাত ভাবতে থাকলাম, ঘুম কিছু তে আসে না, উত্তর এলো তার পরের দিন, লেখা খোমা কর ভাই তোমাদের কষ্ট দিতে চাই নি, অনেক কিছু নিয়ে দেওয়ালে পিঠ ঠেকে গেছে আর এগোতে পারছি না আমি আমার সামর্থ্য অনুযায়ী দাদা কে বোজালাম, যে জীবন এ অনেক বাধা বিপত্তি আসে, দূর করে এগিয়ে যাও নোতুন ভোরের দিকে, দাদা bhujlo বটে, কিন্তু মনে হলো বাকি দাদা দিদি রা নিশ্চয়ই আরো ভালো bhojate পারবে, আমি আর কত টুকু নিমিত্ত মাত্র, যায় হোক দাদা এলো বিকালে লাইভ এ, অনেক্ষণ দুঃখের পর্ব, মিটিয়ে, ফিরে এলো নোতুন ভাবে বাচার admya ইচ্ছে নিয়ে, প্রতিজ্ঞা করলো জীবনে যায় হয়ে যাক না কেনো ছেড়ে দেবে না সেই হাত, মিলে মিশে থাকবো সবাই, ছিড়ে সব কিছুর বাধ,. ফিরে এলো দাদা নোতুন রূপে, নোতুন ভাবে,. প্রিয় debjeet দা তুমি shikiyecho কিভাবে একজন পর কে আপন করে নিতে হয় তুমি bhujiyecho কি করে প্রকৃত দাদা, প্রকৃত বন্ধু এর মতন আচরণ করতে হয়, তুমি বারংবার জানিয়ে ছো হাজার বাধা সত্তেও এইভাবে ফিরে আসা যায়, তাই আমার প্রণাম এবং অনেক ভালোবাসা তোমাকে. আজকে debjeet দা কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু দাদা দিদি রা এগিয়ে এসেছে, বলেছে পাশে আছি, পাশে থাকবো, আপনাদের কে আমার প্রণাম আর অনেক ভালোবাসা, আর যাই হোক কিছু কিছু সম্পর্ক শুধু ডিজিটাল সম্পর্ক হয় না, থেকে যায় মনের গভীরে, দাদা দিদি দের সাথে সম্পর্ক টাও এমনি থেকে যাবে চিরকালের মতোন যে ভাবে থেকে যাবে আমার এই প্রিয় গল্প টি চিরকালের মতো, আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন, অনেক ভালোবাসা আপনাদের, ফিরব খুব তাড়াতাড়ি আরো একটি গল্প নিয়ে 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤
4 weeks ago (edited)
| 1
VOICE OF JEET OFFICIAL
Voice_of_jeet_official চ্যানেলের পক্ষ থেকে জানাই পবিত্র ঈদ এর শুভেচ্ছা
1 month ago | [YT] | 11