আজকের দিনটা আমার জন্য অনেক বিশেষ। কারণ আজ আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ, আমার আম্মুর জন্মদিন। যিনি শুধু একজন মা নন, আমার প্রথম শিক্ষক, প্রথম বন্ধু এবং সবচেয়ে নিরাপদ আশ্রয়।
ছোটবেলায় যখন ভয় পেতাম অন্ধকারে, তখন আম্মুর কোলই ছিল সবচেয়ে উজ্জ্বল আলো। যখন পড়ায় ব্যর্থ হতাম, তখন তিনিই সাহস দিতেন — "তুমি পারবে"। অসুস্থ হলে তাঁর চোখের ঘুম উড়ে যেত, আর সুস্থ হলে সবচেয়ে খুশি মানুষটা তিনিই হতেন।
আমার প্রতিটি সাফল্যের পেছনে যার নিঃশব্দ ত্যাগ আর ভালবাসা লুকানো, তিনিই আমার আম্মু।
আজ তার জন্মদিনে আমি বলতে চাই — তোমাকে ভালোবাসি আম্মু, জীবনের প্রতিটা মুহূর্তে তোমার জন্য কৃতজ্ঞ। তোমার হাসিটা আমার জীবনের সবচেয়ে বড় চাওয়া।
জন্মদিনে তোমার জন্য দোয়া করি — আল্লাহ যেন তোমাকে সুস্থ রাখেন, সুখে রাখেন, আর অনেকদিন আমার পাশে রাখেন।
Alal Sanjida Lifestyle vlog
**"আমার পৃথিবীর আলোর জন্মদিন"**
আজকের দিনটা আমার জন্য অনেক বিশেষ। কারণ আজ আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ, আমার আম্মুর জন্মদিন। যিনি শুধু একজন মা নন, আমার প্রথম শিক্ষক, প্রথম বন্ধু এবং সবচেয়ে নিরাপদ আশ্রয়।
ছোটবেলায় যখন ভয় পেতাম অন্ধকারে, তখন আম্মুর কোলই ছিল সবচেয়ে উজ্জ্বল আলো। যখন পড়ায় ব্যর্থ হতাম, তখন তিনিই সাহস দিতেন — "তুমি পারবে"। অসুস্থ হলে তাঁর চোখের ঘুম উড়ে যেত, আর সুস্থ হলে সবচেয়ে খুশি মানুষটা তিনিই হতেন।
আমার প্রতিটি সাফল্যের পেছনে যার নিঃশব্দ ত্যাগ আর ভালবাসা লুকানো, তিনিই আমার আম্মু।
আজ তার জন্মদিনে আমি বলতে চাই — তোমাকে ভালোবাসি আম্মু, জীবনের প্রতিটা মুহূর্তে তোমার জন্য কৃতজ্ঞ। তোমার হাসিটা আমার জীবনের সবচেয়ে বড় চাওয়া।
জন্মদিনে তোমার জন্য দোয়া করি — আল্লাহ যেন তোমাকে সুস্থ রাখেন, সুখে রাখেন, আর অনেকদিন আমার পাশে রাখেন।
**শুভ জন্মদিন, আমার জীবনের আলো।**
6 months ago | [YT] | 13