RS Tutorial Guide

তদন্তকারী সংস্থারা এখনো পর্যন্ত এই 32000 এর মধ্যে কোনো শিক্ষক বা শিক্ষিকার দুর্নীতির প্রমাণ দিতে পারেনি। বারবার দুর্নীতি-দুর্নীতি-দুর্নীতি বললেই দুর্নীতি প্রমাণ হয়ে যায় না। দুর্নীতির তথ্য তুলে ধরে প্রমাণ দিতে হয় যা এই মামলায় এখনো পর্যন্ত দিতে পারেনি CBI বা বিরোধীরা। আপনাদের কাছে কোনো প্রমাণ থাকলে CBI কে দিয়ে আসবেন। সোস্যাল মিডিয়া বা চা দোকানে দুর্নীতির মনগড়া গল্প বলে লাভ নেই।।
আমরাও চাই যদি দুর্নীতি হয়ে থাকে তার ফলস্বরূপ কোনো শিক্ষক বা শিক্ষিকা যদি উপকৃত হয়ে থাকে তার পরিচয় সামনে আসুক, তার শাস্তি হোক।।

3 months ago | [YT] | 1