আস্থা টীমের টীম লিডার স্বাধীন শাহ্। তিনি বাংলাদেশের একজন অন্যতম নাট্যকার। এরপর তিনি নাটক পরিচলনা শুরু করেন। সবার শেষে তিনি অভিনয়ে নামেন। অবশ্য তার প্রথম পরিচয় তিনি একজন মঞ্চ অভিনেতা। বালক বয়স থেকেই তিনি নাটোর জেলার গুরুদাসপুর থানায় মঞ্চ নাটকের সাথে জড়িত ছিলেন। ঢাকায় এসে তিনি মঞ্চ নাটকের সাথে জড়িত হন ১৯৯৭ সালে। অভিনয়ের পাশাপাশি আমাদের প্রতিটি নাটক তিনিই লিখেন ও পরিচালনা করেন। এই গুনি মানুষের লেখা, পরিচালনা এবং অভিনয় করা নাটক গুলো কেমন লাগে?
Astha Entertainment
আস্থা টীমের টীম লিডার স্বাধীন শাহ্। তিনি বাংলাদেশের একজন অন্যতম নাট্যকার। এরপর তিনি নাটক পরিচলনা শুরু করেন। সবার শেষে তিনি অভিনয়ে নামেন। অবশ্য তার প্রথম পরিচয় তিনি একজন মঞ্চ অভিনেতা। বালক বয়স থেকেই তিনি নাটোর জেলার গুরুদাসপুর থানায় মঞ্চ নাটকের সাথে জড়িত ছিলেন। ঢাকায় এসে তিনি মঞ্চ নাটকের সাথে জড়িত হন ১৯৯৭ সালে। অভিনয়ের পাশাপাশি আমাদের প্রতিটি নাটক তিনিই লিখেন ও পরিচালনা করেন। এই গুনি মানুষের লেখা, পরিচালনা এবং অভিনয় করা নাটক গুলো কেমন লাগে?
4 days ago | [YT] | 775