বিশ্বে আদিবাসীদের স্বীকৃতি থাকলেও বাংলাদেশে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি নেই। একই জাতি ভারতে, পাকিস্তানে, নেপালে, ভুটানে.... আদিবাসী পরিচয় পেয়েছে কিন্তু বাংলাদেশে পায়নি। জাতিসংঘও যাদের স্বীকৃতি দিয়েছে, বাংলাদেশ সরকার তাদের স্বীকৃতি দেয়নি। কেন দেয়নি? অনেক বিষয় এসে যাবে! আজ সেকথা থাক।
বাংলাদেশে আদিবাসীরা আদিবাসী নয়, তারা উপজাতি! কোন জাতি কি কখনো ’উপ‘ হতে পারে? জেলার ছোট অংশ হল উপজেলা, প্রধান নদীতে মিশে যাওয়া নদী হল ‘উপনদী’। আদিবাসীরা তো কোন জাতির অংশ নয়! তাহলে তারা কেন উপজাতি হতে যাবে?
আজ সমতলে, পাহাড়ে, অফিসে, কর্মক্ষেত্রে ... সব জাগায় আদিবাসীরা বিভিন্নভাবে শোষিত, বঞ্চিত, অত্যাচারিত, নির্যাতিত হচ্ছে। এগুলো এদেশে নতুন কিছু নয়। তবে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এগুলো এতোটাই তীব্রতা পেয়েছে যে, আদিবাসীদের ভবিষ্যৎ নিয়ে গুরুতরভাবে ভাবতেই হচ্ছে। কাজেই, আদিবাসীদের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ঐক্যবদ্ধ হতেই হবে। অস্তিত্ব রক্ষায় শিক্ষায়-দীক্ষায়-কর্মে-চিন্তনে বড় যে হতেই হবে! সকলকে বিশ্ব আদিবাসী দিবসের শুভেচ্ছা। ❤️#আদিবাসী#বিশ্ব আদিবাসী দিবস #বিশ্ব আদবাসী দিবস ২০২৫ #Indegenous Day
BK Multimedia
বিশ্বে আদিবাসীদের স্বীকৃতি থাকলেও বাংলাদেশে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি নেই। একই জাতি ভারতে, পাকিস্তানে, নেপালে, ভুটানে.... আদিবাসী পরিচয় পেয়েছে কিন্তু বাংলাদেশে পায়নি। জাতিসংঘও যাদের স্বীকৃতি দিয়েছে, বাংলাদেশ সরকার তাদের স্বীকৃতি দেয়নি। কেন দেয়নি? অনেক বিষয় এসে যাবে! আজ সেকথা থাক।
বাংলাদেশে আদিবাসীরা আদিবাসী নয়, তারা উপজাতি! কোন জাতি কি কখনো ’উপ‘ হতে পারে? জেলার ছোট অংশ হল উপজেলা, প্রধান নদীতে মিশে যাওয়া নদী হল ‘উপনদী’। আদিবাসীরা তো কোন জাতির অংশ নয়! তাহলে তারা কেন উপজাতি হতে যাবে?
আজ সমতলে, পাহাড়ে, অফিসে, কর্মক্ষেত্রে ... সব জাগায় আদিবাসীরা বিভিন্নভাবে শোষিত, বঞ্চিত, অত্যাচারিত, নির্যাতিত হচ্ছে। এগুলো এদেশে নতুন কিছু নয়। তবে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এগুলো এতোটাই তীব্রতা পেয়েছে যে, আদিবাসীদের ভবিষ্যৎ নিয়ে গুরুতরভাবে ভাবতেই হচ্ছে। কাজেই, আদিবাসীদের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ঐক্যবদ্ধ হতেই হবে। অস্তিত্ব রক্ষায় শিক্ষায়-দীক্ষায়-কর্মে-চিন্তনে বড় যে হতেই হবে! সকলকে বিশ্ব আদিবাসী দিবসের শুভেচ্ছা। ❤️#আদিবাসী #বিশ্ব আদিবাসী দিবস #বিশ্ব আদবাসী দিবস ২০২৫ #Indegenous Day
1 month ago | [YT] | 3