MKtv Bangla

*Royal Enfield :* বর্তমানে বাংলাদেশে এই বাইকটা নিয়ে একটা অন্যরকম ব্যাপার স্যাপার চলছে, কেউবা এই বাইকের সমালোচনা করছেন আবার অনেকেই এটাকে ভালো বলছেন l আর সবথেকে আলোচনায় আসছে এই বাইকটার অন্যরকম একটা Looks-র জন্য l আবার অনেকে ভয় পাচ্ছেন যে এটা একটা 350cc- র বাইক তো এটা প্রচুর তেল খাবে এবং এর মেইনটেনেন্স খরচও অনেক বেশি হবে l
So এবার আসি এই বাইক নিয়ে আমার অভিজ্ঞতার কথায়- এই বাইকটা আমি আড়াই বছর আগে কিনেছিলাম l এটা মূলত ঘুরতে যাওয়ার জন্যই আমার কেনা (Tour Purpose), সেটা নিশ্চয়ই আপনারা ছবি দেখে বুঝতে পারছেন, সেই কারণেই পুরো Touring সেটআপ সহ ছবি দিয়েছি, এতে আমি বেশ কিছু নিজের মতো কাস্টমাইজেশন করে নিয়েছি l
একদিনে আমি সর্বোচ্চ ৫৩০ কিলোমিটার চালিয়েছি পিলিয়ন সহ তাতেও ক্লান্ত হয়নি বা বাইকের কোন অসুবিধা হয়নি, একেবারে সুস্থ স্বাভাবিক ছিলাম- এর থেকে বোঝা যাচ্ছে যে বাইকটা অনেক কমফোর্টেবল l

তেল খরচ: বাইকটা ৩৫০ সিসির হলেও তেল খরচের দিক থেকে যথেষ্ট অপটিমাইজড ইঞ্জিন, এখনো পর্যন্ত আমি শহর এবং হাইওয়ে মিলিয়ে প্রতি লিটার তেলে ৩৫ থেকে ৩৬ কিলোমিটার মাইলেজ পায় l যেটা এক কথায় অসাধারণ l

মেনটেনেন্স খরচ: অনেকেরই ধারণা বেশি সিসির বাইক এবং 'রয়েল এনফিল্ড' এই ব্র্যান্ডের কারণে বাইকটার পিছনে মেনটেনেন্স হিসেবে অনেক খরচ হয় কিন্তু বাস্তবে একদমই তার বিপরীত l এখনো পর্যন্ত আমি প্রতি ছয় মাস অন্তর একবার সার্ভিসিংয়ে নিয়ে গেছিl প্রতিবার সার্ভিসিং এ কত খরচ হয়েছে সেটা নিচে দেওয়া হল
1st service: ১৫০০ টাকা
2nd service: মাত্র ৫১ টাকা
3rd service: ১৪০০ টাকা
4th service: মাত্র ১৫১ টাকা
5th service: ২০০০ টাকা
প্রথম চারটি সার্ভিস চার্জ ফ্রি থাকে তারপর সার্ভিস চার্জ হিসেবে ৮০০ টাকা করে লাগে l আমার ক্ষেত্রে বছরে একবারই ইঞ্জিন অয়েল চেঞ্জ হয়েছে l আর আজ পর্যন্ত কোন পার্টস এ সমস্যা হয়নি, শুধুমাত্র একবার disk pad চেঞ্জ করতে হয়েছে (২৭০ টাকা) l

সুতরাং আলোচনা থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন বাইকটা সব দিক থেকেই ভালো , তবে যদি মনে করেন যে ১৮০ কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে এই বাইক চালাবেন সেটা সম্ভব নয়, এটা সর্বোচ্চ ১২০ কিলোমিটার বেগে চলতে পারে l আসলে এই মেশিনটা মানুষ স্পিডের জন্য কেনেনা, কম্ফোর্টেবল জার্নি এবং dug dug সাউন্ডের সাথে chill করতে করতে এগিয়ে যাই l সো এই বাইক কিনবেন কিনা যদি কনফিউশনে থাকেন আশা করি কিছুটা হেল্প করতে পেরেছি l ধন্যবাদ
(এখানে হিসাবগুলো ভারতীয় টাকায়)

1 year ago (edited) | [YT] | 299