Payel lifestyles

বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ?
আশা করি সকলে খুব ভালো আছো ❤❤❤
আজ পোস্টের মাধ্যমে কিছু কথা বলতে চাই তোমারা প্লিজ কেউ স্কিপ করবে না পুরোটা পড়বে 🙏 প্রথমেই বলব ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কেউ একা একা এগিয়ে যেতে পারবে না কারো সাহায্য ছাড়া, তো বন্ধুরা আমার 1k সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে ওয়াচ টাইমের দিক থেকে অনেক পিছিয়ে আছি 😢 তোমাদের বলব যারা ভিডিও স্কিপ করে দেখো শুধু ওয়াচ দিয়ে চলে যাও ,তারা আমার ভিডিও দেখবে না এতে আমার কোন দুঃখ নেই, একটা ভিডিও অনেক কষ্ট করে তৈরি করতে হয় 😢 সেই কারণেই বলছি যে বা যারা আমাকে সাপোর্ট করবে ফুল সাপোর্ট করবে আমি তাদের সকল সময় ফুল সাপোর্ট দেবো । ভিডিওতে যদি মিনিমাম 100-200 ভিউজ আসে সেখানে ওয়াচ টাইম ওঠে না খুব বেশি হলে 3/4 তাহলে ভাবো তোমরা ভেবে দেখো ভিডিও কিভাবে দেখো 😢 সে কারণে বলছি ভিডিও দেখলে ফুল ওয়াচ করবে নাহলে,ভিডিও দেখবে না।
আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি অনেকেই আছো চ্যানেল সাবস্ক্রাইব করছ না কিন্তু এসে বলছে বন্ধু হয়ে গেলাম পাশে থেকে গেলাম, তাদের উদ্দেশ্যে বলছি,তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে খুব সমস্যা হয় কিন্তু কমেন্ট করতে পারো 😠 তারা একদম আমার ভিডিওতে কমেন্ট করবে না।
প্রথমে চ্যানেল সাবস্ক্রাইব করে তারপরে কমেন্ট করে যাবে আমি অবশ্যই যাবো।

6 months ago | [YT] | 30