Shahara Shathy Cooking Vlog

আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব পরিবার কে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা আমি বেশ
কিছু দিন ধরে ইউটিউবে কোন কাজ করতে পারছিনা কারোর ভিডিও দেখতে পারছিনা তাই যারা আমাকে ভালো
বাসেন তারা ভুল বুঝবেনা বিপদ কেটে গেলে আমি আবার
ফিরে আসবো আপনাদের কাছে আমার জন্য সবাই দোয়া করবেন। গত মাসের ২৯ তারিখে আমার ছোট বয়স ২২ বছর মানসিক রোগে আক্রান্ত ধরা পড়ে ওকে নিয়ে হাসপাতালে ছিলাম সাত দিন। ওখান থেকে ফিরে আসার
পর ওকে সব সময় চোখে চোখে রাখতে হয়। ও তিন বছর
ধরে আক্রান্ত কিন্তু বাড়িতে কেউ বুঝতে পারিনি। ও খুব
ভালো স্টুডেন্ট তাই মেডিকেলে পড়ার ইচ্ছা ছিল কিন্তু
মেডিকেল ওর চান্স হয় নাই। সেখান থেকে ও ডিপ্রেশন চলে
গেছে। যেহেতু আমাদের বাড়ি আমার ছোট বোন ও মা আর ছোট ভাই ছাড়া আর কেউ থাকেনা এই আমরা বিষয় টা বুঝতে পারিনি। আমার ছোট ভাইয়ের জীবনে বেঁচে থাকার কোন ইচ্ছা নাই। যে কোন সময় ও সুইসাইড করতে পারে আগেও চেষ্টা করেছে কিন্তু সফল হয় নাই এই অবস্থায় আমি খুব টেনশনে ভিতরে যাচ্ছি প্রত্যেক সপ্তাহে কাউন্সেলিং করা লাগতেছে এগুলো নিয়ে এতটায় ব্যাস্ত যে মোবাইল হাতে নেওয়া কোন সময় পাইনা আপনারা সবাই আমার ছোট ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ করে দেন।।

9 months ago (edited) | [YT] | 4