Fairy Of Novel

প্রণয়ের কথা– পর্ব ২!
লেখিকা: মারজিয়া আক্তার

দুপুরের ক্লাস শেষে কলেজ লাইব্রেরির করিডোর ধরে হেঁটে যাচ্ছিল আয়াত। সকাল থেকেই তার মাথা ঘুরছিল, তবুও ক্লাস মিস করতে চায়নি। শরীরটা একদমই ভালো লাগছে না।

স্নেহা পেছন থেকে চিৎকার করে বলল,
— “আয়াত, তুই ঠিক আছিস?”
— “হ্যাঁ, কিচ্ছু না। একটু গরম লেগেছে বোধহয়।”

কিন্তু আয়াতের মুখ ছিল ফ্যাকাশে, চোখের নিচে কালি।
রায়হান পাশের বেঞ্চে বসে ছিল। সে উঠে দাঁড়ালো।
— “তুই একটু বস আয়াত, আমি পানি আনছি।”

স্নেহা চোখে চোখে তাকিয়ে রায়হানকে ইশারা করল, যেন বলে—এই তো, তুই কিছু বলিস না, কিন্তু তোকে দেখলেই বোঝা যায় কতটা কেয়ার করিস।

রায়হান আয়াতের পাশে একটা ছায়াযুক্ত বেঞ্চে বসে বলল,
— “তুই কবে বুঝবি নিজের শরীরের যত্ন নিতে হয়?”
— “সবাই তো আছে কেয়ার করার জন্য...”
— “সবাই না। আমি আছি। কিন্তু তুই বুঝে ফেললে সব বলে ফেলতাম হয়তো।”

এই একখানা কথায় আয়াত চুপ হয়ে গেল। সে জানে, রায়হানের এইসব কথার ভেতর একরকম অদৃশ্য মায়া থাকে। এমন কিছু, যেটা উচ্চারণ হয় না, তবুও হৃদয়ে বাজে।

— “তুই রেস্ট নে। আমি ক্লাসে নোট নিব, পরে দিব।”
— “রায়হান...”
— “হুম?”
— “তুই তো সবসময়ই এমন ছিলি না। এখন একটু বেশিই কেয়ার করিস।”

রায়হান হালকা হাসল।
— “তুই যেদিন খুব কষ্ট করে হাসিস, সেদিন বুঝে যাই, তোর শরীর না, মনটাই বেশি অসুস্থ।”

আয়াত তার চোখ নামিয়ে ফেলে। সে বলল না, কিন্তু মনে মনে ভাবছিল—তুই যদি জানতি আমি তোকে কতটা ভালোবাসি...

দিন শেষে আয়াত বাসায় গিয়ে বিছানায় শুয়ে পড়ে। ফোনটা পাশে রেখেছে, চোখ ভারী হয়ে এসেছে।

তখনই একটা মেসেজ আসে:

From: Raihan Hossain Araf
— “তুই না থাকলে মনে হয় কলেজটাও আজ অন্যরকম হয়ে যায়। শরীর ভালো রাখিস আয়াত। আমি আছি, তোকে যত্ন করার জন্য... যেমন স্কুলে করতাম।”

মেসেজটা দেখে আয়াতের ঠোঁটের কোণে একটা নরম হাসি এসে পড়ে। সে উত্তর দেয় না, শুধু ফোনটা বুকের পাশে রেখে চোখ বন্ধ করে বলে,

— “আমরা এখনো শুধু বন্ধু... তবুও তোকে ছাড়া জীবন ভাবা যায় না।”

এই যে প্রতিদিন একটু একটু করে,
তারা কাছে আসছে…
ভালোবাসা প্রকাশ না করেও তারা বুঝে নিচ্ছে একে অপরের গুরুত্ব…
এটাই তো প্রণয়ের আসল কথা।

চলবে.........

1 month ago (edited) | [YT] | 3