Akash Shak

পর্দা সুদুই নারীদের জন্য নয় পুরুষের পর্দা আগে।

মুমিনদের কে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌন অঙ্গের হেফাজত করে এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে নিশ্চয় তারা যা করে আল্লাহ তা অবহিত আছে (সুরা নুর আয়াত ৩০)

নারী
ঈমানদা নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌন অঙ্গের হেফাজত করে তারা যেনো যা সাধারণত প্ররকাশমান তা ছাড়া তাঁদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং তারা যেনো তাদের মাথার ওড়না বক্ষ দেশে ফেলে রাখে ।
সুরা নুর আয়াত 31

সাধারণত প্ররকাশমান বোঝানো হয়েছে
তাদের মুখ চেহারা হাত পা জেনো দেখাজায়
আল্লাহ কোথাও বলেছেন তোমরা মুখমণ্ডল
হাতে মুজা পায়ে মুজা চোখের উপর পর্দা
লাগাতে।

হে নবী আপনি আপনার পত্নীগনকে ও কন্যাগনকে এবং মুমিনদের স্ত্রীগনকে বলুন তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের উপর টেনে নেয় এতে তাদেরকে চেনা সহজ হবে ফলে তাদেরকে উত্যক্ত করা হবে না (সুরা আহযাব আয়াত 59)

6 months ago | [YT] | 1