•𝕱𝖆𝖓𝖌𝖎𝖗𝖑_𝖕𝖗𝖊𝖞𝖔𝖘𝖍𝖎•

🥀~মায়াবতী~🥀
writer - 𝖕𝖗𝖊𝖞𝖔𝖘𝖍𝖎✍

__পরের দিন__

সকাল বাজে ৯টা সবাই উঠে গিয়েছে আর এদিকে বাড়ির মা-চাচীরা রান্না করছে।নাহিয়ান নিচে নেমে এসে দেখলো সবাই বসে আছে তখনই সে ভাবলো "সময় হয়ে গেছে,তাদেরকে আমার বলতে হবে"। সে সাহস করে সবাই ডেকে নিয়ে আনলো সবাই ড্রয়িংরুমে বসলো।অনুও সেখানে ছিলো।

নাহিয়ান:-আসলে আমি অনেকদিন ধরেই ভাবছিলাম একটা কথা বলবো তোমাদের কিন্তু সাহস হয়ে উঠছিলো না।আজ সাহস করে তোমাদের বললাম আ...আমি অনুকে ভালোবাসি।

সবাই এ কথা শুনে খুশি হলো এবং নাহিয়ানের বাবা ও অনুর বাবা একসঙ্গে হাত মিলিয়ে বললো,,,,

নাহিয়ানের বাবা:-আলহামদুলিল্লাহ,অবশেষে প্লেনটা সাকসেস হলো।

নাহিয়ান:-প্ল্যান মানে?

নাহিয়ানের বাবা:- আসলে আমরা প্ল্যান করেছিলাম অনুর জন্য ছেলে দেখার কথা বলে তোদের প্রেম এর কথাটা প্রকাশ করতে।

নাহিয়ান এবং অনু তা শুনে খুশি হলো।

অনুর বাবা:-তো বেয়াই চলেন অদের বিয়ের তারিখটা ঠিক করে ফেলি?😉

নাহিয়ানের বাবা:-অবশ্যই,চলেন।

তারপর অনু এবং নাহিয়ানের বিয়ের তারিখ ঠিক করা হলো।তাদের বিয়ের তারিখ জুলাই মাসের ১০ তারিখ।💝

__রাত ১১ টা__

অনু:-তো নাহিয়ান চৌধুরী,আমাদের তো বিয়ে ঠিক হয়ে গেলো আপনি খুশি তো?

নাহিয়ান :-অবশ্যই,কেনো খুশি হবো না?আর আমি তো আমাদের বাচ্চাদের নামও ঠিক করে ফেলেছি।

অনু:-আপনিও না!🤭।বিয়ে হলো না এর আগেই বাচ্চার নাম ঠিক করে ফেল্লেন।

নাহিয়ান:-হুম।তো ঘুমাবেন কখন?

অনু:-এইতো এখনই,যাচ্ছি।

অনু তার রুমে চলে গেলো।নাহিয়ানও তার রুমে চলে গেলো।

part-7

(আজ এই পর্যন্তই রাখলাম।জানি গল্পটা সর্ট হয়ে গিয়েছে তার জন্য সরি।কোনো ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন)
‪@Fanboy...Araf26‬ ‪@PuNux._.7‬ ‪@jeon_Habiba01‬ ‪@Anayas_bestie.143‬ @FANBØY_ARFÂN🐾 ‪@স্নেহসী-96‬ @⟭⟬𝐁𝐀𝐍𝐠𝐏𝐈𝐍𝐤 𝐓𝐨𝐌𝐀♡⟭⟬ #all

5 months ago | [YT] | 9



@SharifaKhatun-zw6tw

Bhabi eta ato choto kano 🤨

5 months ago | 0

@PuNux._.7

এইটুকু...!?😩

5 months ago | 0  

@maybe_Tasnim

New subs & u? 💝

5 months ago | 0  

@AruKookie_7

এতো ছোট 🤧 BTW আমি আমার post এ তোমাকে mention করেছিলাম তুমি দেখো নি

5 months ago | 0