Rubaiya's Unique Kitchen

একদিন হুট কইরা বড় হইয়া গেলাম।
যে গামছা দিয়ে চুল বানাতাম সেটা ছিঁড়ে গেলো।
আমার মাথায় গজালো লম্বা লম্বা চুল।
এরপর টের পাইলাম,লম্বা চুলে আর ছোটবেলার মতো মজা পাইনা।
কাপড়ের পুতুলের একটা শাড়ি হারালে আমি কান্না করে বাড়ি মাথায় তুলতাম।
তারপর হঠাৎ আমার চোখের সামনেই আমার প্রিন্সেস ড্রেস আম্মু কাকে জানি দিয়ে দিল🥲কিন্তু আমার একটুও দুঃখ লাগলো না।
তারপর মাসের পর মাস চইলা গেলো দেখলাম আম্মু আর পুতুলের জন্য জামাকাপড় বানায় না।
যে আমি মায়ের হাত না ধরে বাইরে যেতাম না ছেলে ধরার ভয়ে।
সেই আমি কিভাবে যেন আমার পুরো শহর চিনে গেলাম।
এরপর একদিন,একদিন ঘরে বড় আয়োজন হল,আমার পুতুলকে না সাজিয়ে সবাই আমাকে সাজালো।
ধুলো দিয়ে ভাত আর ইটের টুকরোর গোশতের বদলে টেবিলে নানান পদ সাজানো হলো।
সেদিন বুঝলাম ছোট্ট আমির বড় হওয়ার স্বপ্ন পূরন হলো।
মনে হলো চিৎকার দিয়ে বলি,বড় হয়ে ঠকে গেলাম।এই বড় বেলা আমার আর ভালো লাগেনা🍂

7 months ago | [YT] | 16