ভারতীয় জীবন বীমা ✍ দীপালি ভট্টাচার্য Dipali Bhattacharjee
জীবনের সাথে আছে, মৃত্যুর পরে; হয়েছে সহায় সে প্রতি ঘরে ঘরে। পড়াশোনা, বেড়ে ওঠা, চলমান ঘড়ি সব যাবে বৃথা, যেন না থাকিলে কড়ি! সঞ্চয় কর যদি না রহিবে ক্লেশ, জীবন সুন্দর হবে, না থাকিবে দ্বেষ! কে আছে এমন বন্ধু ধরিবে যে হাত বিপদে পড়িলে তুমি, যে দেবে সাথ? কে আছে বিশ্বাসী এমন, আছে কে বলো? তোমারি সঞ্চিত ধন বৃদ্ধিতে সবল। ভারতীয় জীবন বীমা আছে সবাকার তরে তাইতো সে আদরনীয় প্রতি ঘরে ঘরে। প্রতিটি সৈনিক তার দেশের প্রতি কোণে সুরক্ষা দিবেন তাঁরা অতীব যতনে। যোগক্ষেমম্ বহ্যামহম এই মন্ত্র যাঁর জীবনবীমা প্রতিশ্রুত সুরক্ষা দেবার। জনসেবায় প্রসারিত জানিবে তার হাত নিশ্চিন্তে নির্ভয়ে তবে থাকো তার সাথ।
গল্পে কবিতায় দীপালির সাথে (Golpe kobitay Dipali)
ভারতীয় জীবন বীমা
✍ দীপালি ভট্টাচার্য
Dipali Bhattacharjee
জীবনের সাথে আছে, মৃত্যুর পরে;
হয়েছে সহায় সে প্রতি ঘরে ঘরে।
পড়াশোনা, বেড়ে ওঠা, চলমান ঘড়ি
সব যাবে বৃথা, যেন না থাকিলে কড়ি!
সঞ্চয় কর যদি না রহিবে ক্লেশ,
জীবন সুন্দর হবে, না থাকিবে দ্বেষ!
কে আছে এমন বন্ধু ধরিবে যে হাত
বিপদে পড়িলে তুমি, যে দেবে সাথ?
কে আছে বিশ্বাসী এমন, আছে কে বলো?
তোমারি সঞ্চিত ধন বৃদ্ধিতে সবল।
ভারতীয় জীবন বীমা আছে সবাকার তরে
তাইতো সে আদরনীয় প্রতি ঘরে ঘরে।
প্রতিটি সৈনিক তার দেশের প্রতি কোণে
সুরক্ষা দিবেন তাঁরা অতীব যতনে।
যোগক্ষেমম্ বহ্যামহম এই মন্ত্র যাঁর
জীবনবীমা প্রতিশ্রুত সুরক্ষা দেবার।
জনসেবায় প্রসারিত জানিবে তার হাত
নিশ্চিন্তে নির্ভয়ে তবে থাকো তার সাথ।
3 days ago | [YT] | 4