UMA MAITI

আমার সকল you tube বন্ধু, দাদা, দিদি, ভাই, বোন ও কন্যা সম সকলকে শুভ বিজয়া দশমীর আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমরা আজকে মায়ের চলে যাবার সময়ে এই শপথ নেবো সততা ও নৈতিকতা র সাথে জীবন তরী এগিয়ে নিয়ে যাবো। কেউ কাউকে ঠকাবো না। সবাই সবার ভালো চাইবো। সবার পাশে সবাই থাকবো। এই হোক আমাদের অঙ্গীকার ❤️❤️❤️❤️❤️

#কবিতাঃ_বিজয়া_দশমী
#কবিঃ_মাইকেল_মধুসূদন_দত্ত
”যেও না,রজনী,আজি লয়ে তারাদলে!
গেলে তুমি,দয়াময়ী,এ পরাণ যাবে!-
উদিলে নির্দ্দয় রবি উদয়-অচলে,
নয়নের মণি মোর নয়ন হারাবে!
বার মাস তিতি,সত্যি,নিত্য অশ্রুজলে,
পেয়েছি উমায় আমি!কি সান্ত্বনা-ভাবে-
তিনটি দিনেতে,কহ,লো তারা-কুন্তলে,
এ দীর্ঘ বিরহ-জ্বালা এ মন জুড়াবে?
তিন দিন স্বর্ণদীপ জ্বলিতেছে ঘরে
দূর করি অন্ধকার;শুনিতেছি বাণী-
মিষ্টতম এ সৃষ্টিতে এ কর্ণ-কুহরে!
দ্বিগুণ আঁধার ঘর হবে,আমি জানি,
নিবাও এ দীপ যদি!”- কহিলা কাতরে
নবমীর নিশা-শেষে গিরীশের রাণী।

6 months ago | [YT] | 87