মা যাওয়ার পর যে শূন্য স্থান হয়... তার প্রভাব যাতে তার সন্তানদের উপর না পরে সেই জন্যেই এই শুভ বিজয়া দশমী উৎসব এর সূচনা..আসছে বছর মা আসবে এটাই আবার আমাদের এগিয়ে যেতে শেখায় ❤❤
3 weeks ago
| 1
শুভ বিজয়ার অনেক অনেক ভালবাসা রইল বোন,,,মা তো আমাদের মধ্যেই থাকেন সবসময় ,,,যান না কোথাও,,,, শুধু মৃন্ময়ী মূর্তিকে ভাসান দেওয়া হয়,,, ওটা নশ্বর তাই,,,,,মা প্রতি মুহূর্তে আমাদের মা হয়ে চির বিরাজমান,,চির পূজিত 🙏🙏জয় মা 🙏🙏❤❤❤❤❤সবসময় স্বপরিবারে খুব খুব ভালো থাকিস বোন ❤❤
3 weeks ago
| 1
"মা" কোনদিন বিদায় হন না, মা মৃন্ময়ী প্রতিমা থেকে বিসর্জিত হয়ে সবার হৃদয়মন্দিরে চিন্ময়ীরূপে সদা বিরাজিতা থাকেন। আর বিজয়া কোন শোকের উৎসব নয় যে শুভ বলা যাবে না। আনন্দের সাথে নেচে গেয়ে মায়ের মৃন্ময়ী প্রতিমা বিসর্জন দেওয়া হয়। মা সতত সন্তানের সুখ, শান্তি দেখতে চান।
3 weeks ago (edited)
| 0
Shruti madhur.
মা কে বিদায় দিয়ে যে বিজয়া উৎসব শুরু হয়, তাকে কিভাবে শুভ বলা যায় জানি না । ভারাক্রান্ত মনের আর্জি আবার এসো মা 🙏🙏। আবার সকলের জীবন ভরিয়ে তুলো তোমার আলোক ছটায়। ❤️❤️ সকল কে সুস্বাস্থ ও দৈনতাহীন, বিদ্বেষহীন ভালোবাসা পূর্ণ সুন্দর মন প্রদান পরো।🙏🙏🙏
তুমি ভালো থেকো মা আর সবাইকে কে ভালো রেখো। ❤️❤️❤️
3 weeks ago (edited) | [YT] | 12