হাবিবা ছোট সংসার

শূন্যতা আমার সাথী
(হাবিবার কষ্টের কবিতা)

চুপ করে থাকি, কেউ বোঝে না কেন,
আকাশের মতো বুক, ভরা বেদনায় যেন।
সবার মাঝে হাসি, ভিতরে ঝড় তুফান,
কেউ জানে না আমি কতটা একা এখন।

সকাল আসে বটে, সূর্যও হাসে,
কিন্তু আমার দিন কাটে কষ্টের আশে।
যার ছিলাম আপন, সেও হলো পর,
চোখের জলে ভেসে যায় হৃদয়ঘর।

কামাই নেই, কথাও নাই, শুধু দোষের পাহাড়,
সবাই বলে কেবল, "তুই তো ব্যর্থ আজকাল।"
আমি তো চেয়েছি ভালো থাকতে,
কিন্তু জীবন দিলো শুধু কান্না ফাঁকি।

তবু আমি হাবিবা, আমি হার মানি না,
ভাঙা স্বপ্ন নিয়েও বাঁচার গান গাই না।
এই কষ্টই একদিন হবে শক্তি,
দেখবে সবাই, হাসবে আমার অন্ধ দৃষ্টি।

4 months ago | [YT] | 2