CRAVE Education

প্রচেষ্টাই পরিবর্তনের সূচনা
জীবনের বাস্তবতা খুব সহজ—আপনি যত বেশি চেষ্টা করবেন, তত বেশি সুযোগ আপনার সামনে খুলে যাবে। হয়তো শুরুটা কঠিন, পথটা অনিশ্চিত, ভুলও হবে অনেক। কিন্তু প্রতিটি ভুল, প্রতিটি ব্য*র্থ প্রচেষ্টা আপনাকে আরও দক্ষ, আরও প্রস্তুত করে তুলছে।

সাফল্য কখনোই একদিনে আসে না। এটি আসে ধীরে ধীরে, ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে। আজ আপনি যতটুকু এগোতে পেরেছেন, সেটাই হলো অগ্রগতি। আগামীকাল আরেকটু এগোবেন, এভাবেই একদিন স্বপ্নের কাছে পৌঁছে যাবেন।

তাই ভয় পাবেন না, থামবেন না। সময় যত লাগুক, চেষ্টা চালিয়ে যান। কারণ যে মানুষ নিজেকে বদলাতে চায় এবং নিয়মিত চেষ্টা করে—সফলতা তার কাছেই ধরা দেয়।

4 weeks ago | [YT] | 8