Syed Mehedi Hasan Mehedi

দিলারা জামান (জন্মঃ ১৯ জুন, ১৯৪৩) হলেন বাংলাদেশি নাট্য ও চলচ্চিত্র অভিনেত্রী।[১] তার অভিনয়ের শুরু ১৯৬৬ সালে ত্রিধরা নাটক দিয়ে।[২] পরে সকাল সন্ধ্যা ধারাবাহিক নাটকে অভিনয় করেন। নাটকের পাশাপাশি তিনি চলচ্চিত্রেও অভিনয় করেন। ১৯৯০ এর দশকে তিনি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র চাকা (১৯৯৩) এবং আগুনের পরশমণি (১৯৯৪) চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৯৩ সালে শিল্পকলায় অবদানের জন্য তিনি বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকে ভূষিত হন।

দিলারা জামান
২০২৪ সালে দিলারা

জন্ম
১৯ জুন ১৯৪৩ (বয়স ৮২)
বর্ধমান জেলা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত (বর্তমান পশ্চিমবঙ্গ)

জাতীয়তা
বাংলাদেশী

শিক্ষা
ইডেন মহিলা কলেজ

পেশা
অভিনেত্রী

উল্লেখযোগ্য কর্ম
চন্দ্রগ্রহণ
দাম্পত্য সঙ্গী
ফখরুজ্জামান চৌধুরী

সন্তান
তানিরা (কন্যা)
যুবায়রা (কন্যা)

পিতা-মাতা
রফিকউদ্দিন আহমেদ (পিতা)
সিতারা বেগম (মাতা)

পুরস্কার
একুশে পদক (১৯৯৩)
জাতীয় চলচ্চিত্র পুরস্কার (২০১০)
২০০০ এর দশকে তিনি ব্যাচেলর (২০০৪), মেড ইন বাংলাদেশ (২০০৭), চন্দ্রগ্রহণ (২০০৮), প্রিয়তমেষু (২০০৯), ও মনপুরা (২০০৯) চলচ্চিত্রে অভিনয় করেন। ২০০৮ সালের চন্দ্রগ্রহণ চলচ্চিত্রে ময়রা মাসী চরিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

2 months ago | [YT] | 2