Spiritual Briefings

20-Sep-25(Ep 33): আজকের সমবেত শ্রী দুর্গা 32 নামাবলী পাঠ সন্ধ্যে 7:30 pm থেকে শুরু হবে । আজ কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি ও পিতৃপক্ষের শেষ দিন। এই বিশেষ দিনে দেশ ও ধর্মরক্ষার সংকল্প নিয়ে আপনাদের সবাইকে অনুরোধ করি সমবেত শ্রী দুর্গা ৩২ নামমালা ৩২ বার পাঠ করতে। সবাইকেই এই শুভ প্রয়াসে অংশগ্রহণ করার অনুরোধ রইল ।
P.S: এটি একটি নামমালা যা শ্রীশ্রীচণ্ডীর অন্তর্ভুক্ত নয় । দীক্ষিত-অদীক্ষিত নির্বিশেষে যে কোনো ভাবধারার ব্যক্তি দিন ও রাতের যেকোনো সময়ে এইটি করতে পারেন।

যদি আন্তরিকতার সাথে ধারাবাহিকভাবে করা যায় তাহলে মনে নির্ভয়তা ও সাথে সাথে শক্তি আসে ।

Important: যারা সমবেত শ্রী দুর্গা পাঠে যারা অংশগ্রহণ করতে চান তারা telegram এ এই গ্রুপে join করুন : t.me/+iaZOljobtOE4NTZl

Related Video (পাঠ বিধি ও পাঠ সমেত) :
https://youtu.be/KMExrWSqX6M

নির্দিষ্ট দিনে যারা যারা এই পাঠে অংশগ্রহণ করবেন তারা ওই দিনের মেসেজে রিপ্লাই করলে বুঝতে পারবো যে আমরা কজন একসাথে সেদিন পাঠ করলাম। আপনাদের সাপোর্ট ছাড়া এই সমবেত প্রয়াস চালানো সম্ভব হবে না। মা দুর্গা এই প্রয়াস চালাতে আমাদের শক্তি দিন এই প্রার্থনা করি। জয় মা দুর্গা।
#maadurga #spiritualbriefings #joymaa #maasarada #durgapuja #durgapuja2025

1 week ago | [YT] | 36