A. N. N ( কিছু অল্প গান)
কোনো একদিন যদি চলে যাইতারাদের চেয়েও আরো দূরেভেবোনা মিছে সেদিন তুমিখুঁজে দেখো আছি আমিচেনা কোনো গানের সুরে।। একা যদি লাগে কখনো নিশুতি রাতেজোনাকি হয়ে থাকবো আমি তোমারই সাথেভেবোনা মিছে সেদিন তুমিখুঁজে দেখো আছি আমিচেনা কোনো গানের সুরে।।থাকো যদি পথও চেয়ে শ্রাবণও দিনেছুঁয়ে যাবো বৃষ্টি হয়ে মেঘলা মনে ভেবোনা মিছে সেদিন তুমিখুঁজে দেখো আছি আমিচেনা কোনো গানের সুরে।।শিল্পীঃ Asif Akbarকথাঃ শফিক তুহিনসুরঃ Rajesh Ghoshএ্যালবামঃ তবুও ভালোবাসি
2 months ago | [YT] | 0
A. N. N ( কিছু অল্প গান)
কোনো একদিন যদি চলে যাই
তারাদের চেয়েও আরো দূরে
ভেবোনা মিছে সেদিন তুমি
খুঁজে দেখো আছি আমি
চেনা কোনো গানের সুরে।।
একা যদি লাগে কখনো নিশুতি রাতে
জোনাকি হয়ে থাকবো আমি তোমারই সাথে
ভেবোনা মিছে সেদিন তুমি
খুঁজে দেখো আছি আমি
চেনা কোনো গানের সুরে।।
থাকো যদি পথও চেয়ে শ্রাবণও দিনে
ছুঁয়ে যাবো বৃষ্টি হয়ে মেঘলা মনে
ভেবোনা মিছে সেদিন তুমি
খুঁজে দেখো আছি আমি
চেনা কোনো গানের সুরে।।
শিল্পীঃ Asif Akbar
কথাঃ শফিক তুহিন
সুরঃ Rajesh Ghosh
এ্যালবামঃ তবুও ভালোবাসি
2 months ago | [YT] | 0