Salman ahmed jisan.@@@
বাবা ছেলেকে বললেন :আগে নতুন বউকে গরুর গাড়ি নয়, পালকিতে করে আনা হতো — জানিস কেন?"যাতে সবাই বুঝে নেয়, একজন রাজরানিকে আনা হচ্ছে, সাধারণ কাউকে নয়।পালকি থেকে নামার পরেও সে যেন সারাজীবন এই সম্মানেই থাকে —এটা তোর দায়িত্ব।'' “তুই জানিস, নতুন বউ পালকিতে উঠে কী করে ?সে কাঁদে।কার জন্য কাঁদে ?শুধু ফেলে আসা মা-বাবার জন্য না,সে কাঁদে অজানা ভবিষ্যতের ভয়ে।তোর কাজ হলো —এই কান্নাই তার জীবনের শেষ কান্না হয়, সেটা নিশ্চিত করা।”এরপর সে কাঁদবে মাত্র দুইবার :১. মা হওয়ার আনন্দে,২. তুই মারা গেলে, তোর শোকে।মাঝখানে যত দুঃখ আসবে,তুই হবে তার চোখের অশ্রুমুছনো হাত।”“জানিস, বউ সবচেয়ে বেশি কষ্ট পায় কিসে ?স্বামীর খারাপ ব্যবহারে।আমি খুব রাগী,তবু কখনো তোর মায়ের সঙ্গে উঁচু গলায় কথা বলিনি।বিয়ে মানে একটা মেয়ের জীবনের ভার নিজের কাঁধে তুলে নেওয়া।এ দায়িত্ব ভুলে গেলে, সৃষ্টিকর্তার কাছে জবাবদিহি করতেই হবে।”“আরেকটা কথা মনে রাখিস —তোর বউয়ের মা-বাবাকে কখনো ‘শ্বশুর-শাশুড়ি’ বলিস না,মা-বাবা বলিস।তুই যেমন বলবি, তোর বউ তেমনই শিখবে।ভালোবাসা শেখানো শুরু হয় নিজের ব্যবহার দিয়ে।” “সৃষ্টিকর্তা সবকিছু দেখেন।তোর পাল্লায় তুই যা দিবি,তিনি তাঁর পাল্লায় ঠিক তাই দিবেন।”--- বিয়ে মানে শুধু দু’জন মানুষের বন্ধন নয়,এটা একে অপরের চোখের জল মুছে ফেলার চুক্তি।❣️💕💞
2 months ago | [YT] | 11
@TaniyaPal-r5n
Humm 😢
2 months ago | 2
@KarimaAkter-cl2yn
Hmm😔 Assalam alekum kamon aasan Ba
2 months ago | 3
View 1 reply
@RiyaAkter-x2u
আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই 🥰আমাকে একটু সাপোট করেন 🥺🥺🥺
2 weeks ago | 0
@supertest6417
Hamne aapko Kar diya 🪔🪔 AB MERA 🎉
2 months ago | 1
Salman ahmed jisan.@@@
বাবা ছেলেকে বললেন :
আগে নতুন বউকে গরুর গাড়ি নয়, পালকিতে করে আনা হতো — জানিস কেন?
"যাতে সবাই বুঝে নেয়, একজন রাজরানিকে আনা হচ্ছে, সাধারণ কাউকে নয়।
পালকি থেকে নামার পরেও সে যেন সারাজীবন এই সম্মানেই থাকে —
এটা তোর দায়িত্ব।''
“তুই জানিস, নতুন বউ পালকিতে উঠে কী করে ?
সে কাঁদে।
কার জন্য কাঁদে ?
শুধু ফেলে আসা মা-বাবার জন্য না,
সে কাঁদে অজানা ভবিষ্যতের ভয়ে।
তোর কাজ হলো —
এই কান্নাই তার জীবনের শেষ কান্না হয়, সেটা নিশ্চিত করা।”
এরপর সে কাঁদবে মাত্র দুইবার :
১. মা হওয়ার আনন্দে,
২. তুই মারা গেলে, তোর শোকে।
মাঝখানে যত দুঃখ আসবে,
তুই হবে তার চোখের অশ্রুমুছনো হাত।”
“জানিস, বউ সবচেয়ে বেশি কষ্ট পায় কিসে ?
স্বামীর খারাপ ব্যবহারে।
আমি খুব রাগী,
তবু কখনো তোর মায়ের সঙ্গে উঁচু গলায় কথা বলিনি।
বিয়ে মানে একটা মেয়ের জীবনের ভার নিজের কাঁধে তুলে নেওয়া।
এ দায়িত্ব ভুলে গেলে, সৃষ্টিকর্তার কাছে জবাবদিহি করতেই হবে।”
“আরেকটা কথা মনে রাখিস —
তোর বউয়ের মা-বাবাকে কখনো ‘শ্বশুর-শাশুড়ি’ বলিস না,
মা-বাবা বলিস।
তুই যেমন বলবি, তোর বউ তেমনই শিখবে।
ভালোবাসা শেখানো শুরু হয় নিজের ব্যবহার দিয়ে।”
“সৃষ্টিকর্তা সবকিছু দেখেন।
তোর পাল্লায় তুই যা দিবি,
তিনি তাঁর পাল্লায় ঠিক তাই দিবেন।”
---
বিয়ে মানে শুধু দু’জন মানুষের বন্ধন নয়,
এটা একে অপরের চোখের জল মুছে ফেলার চুক্তি।❣️💕💞
2 months ago | [YT] | 11