Kobi O Abritti (কবি ও আবৃত্তি)

আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ও ধুলার তলে
সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে ।
নিজেরে করিতে গৌরব দান নিজেরে কেবলি করি অপমান,
আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে।
আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে,
তোমার ইচ্ছা করো হে পূরণ আমার জীবন মাঝে।
যাচি হে তোমার চরম শান্তি, পরানে তোমার পরম কান্তি,
আমারে আড়াল করিয়া দাড়াও হৃদয়পদ্মদলে।
সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। 🙏

1 month ago (edited) | [YT] | 2



@villageblog8074

🙏🙏

1 month ago | 1

@kirshnadas2032

🌺🌺🌺

3 weeks ago | 1