Bangla life

জীবনকে সুন্দর বানিয়ে রাখতে খুব বেশি কিছু লাগে না—লাগে শুধু একটু শান্ত মন, একটু কৃতজ্ঞতা, আর প্রতিটি মুহূর্তকে গ্রহণ করার সাহস।
মানুষ সবসময় বুঝবে না, সময় সবসময় তোমার পক্ষে থাকবে না। কিন্তু তুমি যদি নিজের পথে সৎ থাকো, নিজের স্বপ্নকে ভালোবাসো, তবে পৃথিবী একসময় তোমার জন্য পথ খুলে দেবে।

কখনও ব্যর্থ হলে ভেঙে পড়ো না—কারণ ব্যর্থতা মানেই শেষ নয়, বরং নতুন করে শুরু করার সঠিক সময়।
নিজেকে ছোট ভাববে না, কারণ তোমার ভেতরে এমন ক্ষমতা আছে যা তুমি এখনো চিনতেই পারো না।

ধীরে চলো, শান্ত ভাবে চলো, কিন্তু থেমো না।
তোমার আগামীটা তোমার আজকের সাহসের ওপরই দাঁড়িয়ে আছে।
জীবন সুন্দর—তুমি যদি সেটাকে সুন্দরভাবে বাঁচতে জানো ❤️✨

6 days ago | [YT] | 4