গভীর রাতে মেয়েটা ঘুম থেকে উঠে খাবার গরম করে বাচ্চাটাকে খাওয়ায়। সকালের সব কাজ শেষে, বাড়ি ক্লিন করা। বাচ্চার এলোমেলো করে রাখা ঘর ঠিক করা। এসব কি কি করতে করতেই যেন দুপুর হয়। সবার যত গুলি কাপড় ধোয়া লাগে না, বাচ্চার ই তার বেশি কাপড় ধুতে হয়। বাচ্চার ঘুমে থাকার সময়টায় দ্রুত গোসল ও যা কাজ থাকে মেয়েটা করে নেয়। গোসলে গিয়েও মাঝে মাঝে চুপ করে কান পেতে শোনে, বাচ্চা ঘুম থেকে উঠে কান্না করছে কিনা। এত ক্লান্ত শরীরে যখন দুপুরে ঘুমাতে ইচ্ছা করে তখন বাচ্চা জেগে উঠে। তাকে খাওয়াতে হয়। আবার ঘর - বিছানা এলোমেলো খেলনা দিয়ে। এটাই মায়েদের জীবন। ক্লান্ত শরীর, ঘুম কম হওয়া চোখ। নিজেকে নিয়ে ভাবার সময় নাই, যতদিন না বাচ্চাটা একটু বড় হচ্ছে।
Sumaiya esa bhuiya
গভীর রাতে মেয়েটা ঘুম থেকে উঠে খাবার গরম করে বাচ্চাটাকে খাওয়ায়।
সকালের সব কাজ শেষে, বাড়ি ক্লিন করা। বাচ্চার এলোমেলো করে রাখা ঘর ঠিক করা।
এসব কি কি করতে করতেই যেন দুপুর হয়।
সবার যত গুলি কাপড় ধোয়া লাগে না, বাচ্চার ই তার বেশি কাপড় ধুতে হয়।
বাচ্চার ঘুমে থাকার সময়টায় দ্রুত গোসল ও যা কাজ থাকে মেয়েটা করে নেয়। গোসলে গিয়েও মাঝে মাঝে চুপ করে কান পেতে শোনে, বাচ্চা ঘুম থেকে উঠে কান্না করছে কিনা।
এত ক্লান্ত শরীরে যখন দুপুরে ঘুমাতে ইচ্ছা করে তখন বাচ্চা জেগে উঠে। তাকে খাওয়াতে হয়।
আবার ঘর - বিছানা এলোমেলো খেলনা দিয়ে।
এটাই মায়েদের জীবন। ক্লান্ত শরীর, ঘুম কম হওয়া চোখ। নিজেকে নিয়ে ভাবার সময় নাই, যতদিন না বাচ্চাটা একটু বড় হচ্ছে।
1 month ago | [YT] | 6