🔹 রাসূলুল্লাহ ﷺ বলেন: “সুর্য উদিত হওয়ার শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। এই দিনেই আদম (আ.)-কে সৃষ্টি করা হয়েছে, এই দিনেই তাঁকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনেই তাঁকে জান্নাত থেকে বের করা হয়েছে।” 📚 (সহীহ মুসলিম - ৮৫৪)
🔹 অন্য এক হাদীসে বলা হয়েছে, "জুমার দিনে এমন একটি মুহূর্ত আছে, যদি কোনো মুসলিম বান্দা সেই সময়ে দোআ করে, তাহলে আল্লাহ তাআলা তার দোআ কবুল করেন।” 📚 (সহীহ বুখারী - ৯৩৫, সহীহ মুসলিম - ৮৫২)
✨ তাই জুমার দিনকে হালকাভাবে নেবার সুযোগ নেই। এই দিন: ✔️ গোসল করো ✔️ সুন্দর পোশাক পরো ✔️ বেশি বেশি দরুদ পাঠ করো ✔️ সূরা কাহফ পড়ো ✔️ খুতবা মনোযোগ দিয়ে শোনো ✔️ বেশি বেশি দোআ করো
এক মিনিটে ইসলাম
🕌 জুমার দিনের ফজিলত 🕌
🔹 রাসূলুল্লাহ ﷺ বলেন:
“সুর্য উদিত হওয়ার শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। এই দিনেই আদম (আ.)-কে সৃষ্টি করা হয়েছে, এই দিনেই তাঁকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনেই তাঁকে জান্নাত থেকে বের করা হয়েছে।”
📚 (সহীহ মুসলিম - ৮৫৪)
🔹 অন্য এক হাদীসে বলা হয়েছে,
"জুমার দিনে এমন একটি মুহূর্ত আছে, যদি কোনো মুসলিম বান্দা সেই সময়ে দোআ করে, তাহলে আল্লাহ তাআলা তার দোআ কবুল করেন।”
📚 (সহীহ বুখারী - ৯৩৫, সহীহ মুসলিম - ৮৫২)
✨ তাই জুমার দিনকে হালকাভাবে নেবার সুযোগ নেই।
এই দিন: ✔️ গোসল করো
✔️ সুন্দর পোশাক পরো
✔️ বেশি বেশি দরুদ পাঠ করো
✔️ সূরা কাহফ পড়ো
✔️ খুতবা মনোযোগ দিয়ে শোনো
✔️ বেশি বেশি দোআ করো
---
📌 শেয়ার করে অন্যকে জানাও, যেন সাওয়াবের ভাগীদার হতে পারো।
#Jummah #জুমার_ফজিলত #ইসলামিক_পোস্ট #FridayBlessings #Hadith #দোআ #সুন্নাহ
3 months ago | [YT] | 0