Quantum Method [Official]

আপনি কি জানেন—চোখ ওঠা ভেবে যে রোগকে অবহেলা করছেন, সেটাই আপনার চোখের দৃষ্টি নষ্ট করে দিতে পারে?

দেখুন : https://youtu.be/pD3DuSBN7tk

চোখ লাল হওয়া, আলো সহ্য করতে না পারা, বা সামান্য ব্যথা—সবসময়ই সাধারণ চোখ ওঠা নয়। অনেক সময় এই একই উপসর্গের আড়ালে লুকিয়ে থাকে ক্যারাটাইটিস, যা কর্নিয়ায় স্থায়ী দাগ ফেলে দৃষ্টিশক্তি নষ্ট করতে পারে।

👁‍🗨 তাই চোখের যে-কোনো সমস্যা অবহেলা না করে সঠিক সময়ে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।
⚠️ মনে রাখবেন—চোখ আমাদের জীবনের আলো, সামান্য অবহেলা পুরো জীবনকে অন্ধকার করে দিতে পারে।

👉 এই ভিডিওতে ফিজিশিয়ান ও জনস্বাস্থ্য পরামর্শক ডা. দিওয়ান ওয়াসিফ জালাল সহজভাবে বুঝিয়েছেন—
✅ চোখ ওঠা আর ক্যারাটাইটিস চেনার ৩টি মূল লক্ষণ
✅ চোখের কর্নিয়া ক্ষতি এড়ানোর সঠিক উপায়
✅ কেন দ্রুত ডাক্তার দেখানো জরুরি

📌 এখনই ভিডিওটি দেখে নিন এবং পরিবার-বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।

2 days ago | [YT] | 47