Prasenjit Halder

আমার সকল প্রিয় বন্ধু, দিদি, দাদা এবং বোনদের উদ্যেশ্যে বলছি আমি ভীষন শখ করে এই ওয়াই টি তে আছি, ভালোবাসি তাই নিজের মতো করে পারফরম্যান্স করার চেষ্টা করি। এখানে আমি অন্য কিছু আশা করি না । কে কতটুকু সময় ধরে আমার কবিতা বা গল্প শুনছেন তাতে আমার কিছু যায় আসে না। আমি চাইছি যাহারা শুনতে ভালোবাসেন তাহারাই শুনবেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমি সময়ের কথা চিন্তা করি না। আমি মানুষের প্রকৃত ভালোবাসা দাবি করি । আমি ঘোড়ার রেস এর মতো ছুটতে পারবো না। আমি আমার সময় অনুযায়ী সততার সঙ্গে সবার পাশে থেকে থাকি। বিশ্বাস আপনাদের কাছে। আমি আরো পারফরম্যান্স করার জন্য চেষ্টা করতে চাই এবং আপনাদের সহযোগিতা কামনা করছি। আমি এখন অফিসের কাজে ভীষণ ব্যস্ত থাকি, তাই নিজের সময়ের গন্ডির মধ্যেই সীমাবদ্ধ থাকবো। ভুল ত্রুটি নিয়েই আমার পারফরম্যান্স । সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন 🙏🙏🙏🙏💖💖

2 months ago (edited) | [YT] | 54