Bay of Bengal

আমাদের সদ্য রিলিজ হওয়া "পুতুল" গানের সং আর্টটিতে যে পেইন্টিং ব্যবহৃত হয়েছে, তা এঁকেছেন আমাদের খুবই পছন্দের একজন মানুষ ও শিল্পী আসাদ ইকবাল সুমন।


সুমন ভাই একজন সাদামাটা, মাটির মানুষ। ঢাকায় চারুকলায় পড়াশোনা করে নিজের এলাকা নবীগঞ্জে তিনি প্রতিষ্ঠা করেছেন "গহীনপুর" নামে সামাজিক, শিক্ষামুলক এবং মানবিক শিক্ষা দেয়ার এক উন্মুক্ত পাঠশালা। শিশুদের পড়াশোনা থেকে শুরু করে সাংস্কৃতিক চর্চা, পাঠাগার, ইত্যাদি নানান সুযোগ সুবিধার মাধ্যমে "গহীনপুর" ভূমিকা রাখছে শিশুদের সুন্দর মেধা মনন বিকাশে।


আমাদের খুব ইচ্ছে, একদিন গহীনপুরের সবাইকে নিয়ে আমরা খুব সুন্দর একটা সময় কাটাবো।
শিল্পী আসাদ ইকবাল সুমন ও তার "গহীনপুর" খুব খুব ভালো থাকুক। এই মানুষটা আমাদের কাছে একজন "ধরিত্রীর মহানায়ক"।

https://youtu.be/KcMfBG4tiHg

7 months ago | [YT] | 55