★𝐁𝐓𝐒 𝐟𝐟 𝐓𝐚𝐞𝐤𝐨𝐨𝐤★

সত্যি বলতে প্রথমে যে কমেন্টটা ওইটা আমার কাছে আছে নি, আর সেকেন্ড যে কমেন্ট আছে ওইটাও আসেনি,,,,,, দুইটা কমেন্টই আমার ফ্রেন্ডরা গ্রুপে দিয়েছে,,,এখন মেইন কথা হচ্ছে প্রথম কমেন্টটা নিয়ে ,আমি যখন ৮ মিনিটের ভিডিওটা দিয়েছিলাম তখন আমি শুধু উনার কমেন্টের অপেক্ষা করতেছিলাম যে উনি কি লেখে,,, তখন যদি আমার চোখে এই কমেন্টটা পড়তো তাহলে আমি এই কমেন্টটাও পোস্ট করতাম পজিটিভ ভাবে,,, এই কমেন্টটা তখন দেখলে আমি হয়তো অনেক খুশি হতাম, আমি তখন ওনার এইরকম একটা কমেন্টস এরই আশা করতেছিলাম🙂কারণ আমি কিন্তু লাইভে গিয়ে বলেছিলাম যে উনি হয়তো ভাবতে পারিনি যে উনার কমেন্টে আমি কষ্ট পাবো বা উনি আমাকে কষ্ট দেবার জন্য হয়তো কমেন্ট করেনি,ওনি হয়তো বুঝতে পারেননি আমি কষ্ট পেয়ে যাব,, এরকমটা কিন্তু আমি লাইভে বলেছিলাম,,,,যাইহোক এখন আসল কথাই আসা যাক,,,আজকে যখন আমি ওই পোস্টটা করলাম তখন উনি সেকেন্ড যে কমেন্টটা ওই কমেন্টটা করছে,, প্রথম কমেন্টস টা অনুযায়ী তিনি সত্যিই নাকি অনুতপ্ত ছিলেন🙂এই কমেন্ট টা যদি আমি আগে দেখতাম অনেক খুশি হতাম কিন্তু এখন দ্বিতীয় কমেন্টস টা দেখার পরে এই কমেন্টসটা দেখে আমার মনে হচ্ছে ভালো হইছে আগে উনার ভালো কমেন্ট টা দেখি নাই না হলে তো ওনার ভিতরের আসল রূপটা সামনে আসতো না😅 উপরের নকল রূপ নিয়েই উনি ভালো সেজে থাকতেন🙂,,আর এই কমেন্টসটাও আমার কাছে আসেনি আমার ফ্রেন্ডরা আমাকে গ্রুপে দিয়েছে শুধু উনার কমেন্ট না অনেকের কমেন্টই আসেনা মাঝেমধ্যে,,,এখন কথা হচ্ছে উনি বলছে যে সত্য কথা বললেই সবার গায়ে লাগে,হ্যাঁ কথাটা সত্য তবে এখন গায়ে কার লাগছে?আমার নাকি ওনার😂 উনার গায়ে লাগছে বলেই তো মুখের ভাষা নিচু করে কমেন্টসটা করেছে 😂,আমার মতে উনি একজন সুবিধাবাদী ব্যক্তি,,,,taekook ff ভিডিও দেখবে,আবার যারা ff এর বিষয়ে জ্ঞান দিয়া পোস্ট করবে তাদের পোষ্টের মধ্যে কমেন্টও করবে যে উনিও নাকি ff পছন্দ করেনা😂 যাইহোক আপি আপনার উদ্দেশ্যে বলছি আসল রূপ দেখানোর জন্য অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে🥴আপনার কমেন্টটা পাবলিকলি আইনা আমার আফসোস হইতেছিল যে আপনি হয়তো অনেক কষ্ট পাইছেন🙂এখন ওই আফসোসটা আর রইল না,😅😌
আর একটা কথা বলি দিশা মনির মত হওয়ার আমার ঠেঙ্গেরও🦶ইচ্ছা নাই😌না কখনো হবে,,, আর আমি অহংকারী নাকি ওইটা সবাই জান☺️
সবার শেষে পুরোটা যারা মনোযোগ দিয়ে পড়ছো তাদেরকে অনেক ধন্যবাদ☺️

4 days ago | [YT] | 566