BDMotive
দেখতে মনে হয় একত্রে জুড়ে আছে, আসলে কিন্তু একত্রে থেকেও একত্রে নেই।।আসলে দেখতে যেমন দেখায় , আমরা যেটা মনে করি আসলে দেখতে যা হয়, তাই কিন্তু নয়। এটাও একটা দারুন আর্ট বেঁচে থাকার। এভাবেই দিনের পর দিন অভিনয় চলে একসাথে বেঁচে থাকার। কেউ কিছু বুঝে না!এভাবে কেটে যায়, দিন, মাস , বছর , যুগ!!সেলাই গুলো হলো সমাজ, পরিবার, সন্তান, সম্পর্ক, স্বার্থ, প্রয়োজন।।বড় অদ্ভুত মানুষের জীবন।প্রতি মুহূর্তে অভিনয় , প্রতিটা বয়সে, প্রতিটা পরিস্থিতিতে।।#collected
1 year ago | [YT] | 56
BDMotive
দেখতে মনে হয় একত্রে জুড়ে আছে, আসলে কিন্তু একত্রে থেকেও একত্রে নেই।।
আসলে দেখতে যেমন দেখায় , আমরা যেটা মনে করি আসলে দেখতে যা হয়, তাই কিন্তু নয়।
এটাও একটা দারুন আর্ট বেঁচে থাকার।
এভাবেই দিনের পর দিন অভিনয় চলে একসাথে বেঁচে থাকার।
কেউ কিছু বুঝে না!
এভাবে কেটে যায়, দিন, মাস , বছর , যুগ!!
সেলাই গুলো হলো সমাজ, পরিবার, সন্তান, সম্পর্ক, স্বার্থ, প্রয়োজন।।
বড় অদ্ভুত মানুষের জীবন।
প্রতি মুহূর্তে অভিনয় , প্রতিটা বয়সে, প্রতিটা পরিস্থিতিতে।।
#collected
1 year ago | [YT] | 56