Nurul Islam Siddik

**"আলহামদুলিল্লাহ!
আজ আমার জন্মদিন।

জীবনের পথে আমি একা হেঁটেছি অনেকটা সময়—
নদীর পাড়ে বসে একা একা ভাবনায় ডুবে থেকেছি,
কখনো গান শুনেছি, কখনো সুর মিলিয়েছি,
কিন্তু প্রত্যেকটি শব্দেই ছিল একটাই উদ্দেশ্য—
হৃদয় ছুঁয়ে যাওয়া কিছু ইসলামী বার্তা পৌঁছে দেওয়া।

আমি জানি, এই পথ সহজ নয়,
কিন্তু আমি কৃতজ্ঞ—কারণ আল্লাহ আমাকে এখনো এই পথে রেখেছেন।
আজকের দিনে আমার কোনো বড় আয়োজন নেই,
শুধু একটা ছোট্ট চাওয়া—
হে আল্লাহ, আমার এই কণ্ঠটাকে হিদায়াতের আলোয় রেখো,
আর যাদের কণ্ঠে নেই শান্তি, তাদের অন্তরে পৌঁছে দিও আমার গান।

শুভ জন্মদিন আমাকে—
একজন নীরব সংগীতপ্রেমী, একাকী পথিক,
যে স্রেফ চায় তোমার সন্তুষ্টি, প্রভু।"**


---

2 weeks ago | [YT] | 20



@SultanaAkter-y6e

মাশাআল্লাহ

1 week ago | 1