মানুষগুলো পুড়ছে কাঠের টেবিল জুড়ে মানুষগুলো পুড়ছে কেবল একা – একা মানুষগুলো লুকোচ্ছে মুখ গর্ত খুঁড়ে একটি পাখি ঠিক পেয়েছে নদীর দেখা। নদী, কিন্তু, আছেই পড়ে বনের ধারে পাথরগুলো সেই নদীটি দিচ্ছে চাপা যাতে মানুষ সহজে যায় নদীর পারে এইভাবে সে – ই পথটি মাপা। আরেকটি পথ আছে, কেবল অনেক পথের সঙ্গে, নেহাৎ জট পাকিয়ে, নদীর পাশে মানুষ তাকে ভালােই বাসে ! এক পা বাড়ায়, দুই পা পিছে মানুষ পােড়ে একলা মিছেই শহর জুড়ে একটি পাখি ঠিক পেয়েছে নদীর দেখা।
TarkataZ
মানুষগুলো পুড়ছে কাঠের টেবিল জুড়ে
মানুষগুলো পুড়ছে কেবল একা – একা
মানুষগুলো লুকোচ্ছে মুখ গর্ত খুঁড়ে
একটি পাখি ঠিক পেয়েছে নদীর দেখা।
নদী, কিন্তু, আছেই পড়ে বনের ধারে
পাথরগুলো সেই নদীটি দিচ্ছে চাপা
যাতে মানুষ সহজে যায় নদীর পারে
এইভাবে সে – ই পথটি মাপা।
আরেকটি পথ আছে, কেবল অনেক পথের
সঙ্গে, নেহাৎ জট পাকিয়ে, নদীর পাশে
মানুষ তাকে ভালােই বাসে !
এক পা বাড়ায়, দুই পা পিছে
মানুষ পােড়ে একলা মিছেই শহর জুড়ে
একটি পাখি ঠিক পেয়েছে নদীর দেখা।
2 weeks ago (edited) | [YT] | 2