Shrabani Banerjee(NARAYAN)
শিশু দিবসের কবিতা 🌹🌹🙏🙏❤️❤️🍫🍫সবাই পাঠ করতে পারো🌹🌹শিরোনাম-- শিশুর স্বাধীনতাকলমে- শ্রাবণী ব্যানার্জীতারিখ-- ১২/১১/২০২৫শিশু কেমন আস্তে আস্তে হচ্ছে পরাধীনসভ্য সমাজ তাকিয়ে দেখে রাতের পরে দিন। সকাল বেলা স্কুলের পথে বাবার হাতটি ধরেএকলা পথে ভীষণ বিপদ পাচার চক্র ঘোরে। ছোট্ট শিশু জন্মের পরে পায় না মায়ের সুখগর্ভধারিণী পালায় ফেলে দেখে না শিশুর মুখ। ভাড়াটে গর্ভে জন্ম শিশুর মায়ের ঠিকানা নাইগর্ভ এখন বিক্রি হচ্ছে শিশুরা স্বাধীন কই ? নতুন কুঁড়ি উঠছে ফুটে পোকার কামড় খেয়েপাপড়ি তবুও মেলছে শিশু সুখের তরনী বেয়ে। ইট কাঠ পাথরের তৈরি ইমারতের ভিড়েখেলার মাঠ হারিয়ে শিশু মোবাইলে যায় ফিরে। স্বাধীন হওয়ার উপায় কোথা খাঁচার পাখি হয়েশিকল বাঁধা শিশুর পায়ে পাহাড় প্রমাণ বইয়ে। শিশুর কান্না শোনে না মা ব্যাস্ত সদাই ফোনেমনের বিকাশ গল্প কথায় ইচ্ছেরা থাকে মনে। ফ্ল্যাট বাড়িতে বন্দী জীবন আকাশ যায় না দেখাশুকতারটি কোন আকাশে শিশুর হয়না শেখা। পথের ধারে কত শিশুর স্কুলে পড়তে ইচ্ছা করেঅঙ্গনওয়াড়ি নামের স্কুলে খিচুড়ি দেয় পড়া দূরে। স্বাধীন ভাবে শিশুর পড়ার বিদ্যালয়েও ফাঁকিসভ্য সমাজ অশিক্ষার আঁধারে ডুবতে নেই আর বাকি। সময় থাকতে স্বাধীন হউক শিশুর চলার পথবুদ্ধি বিবেক জ্ঞানের বিকাশে নতুন মতামত।
1 month ago | [YT] | 14
Shrabani Banerjee(NARAYAN)
শিশু দিবসের কবিতা 🌹🌹🙏🙏
❤️❤️🍫🍫সবাই পাঠ করতে পারো🌹🌹
শিরোনাম-- শিশুর স্বাধীনতা
কলমে- শ্রাবণী ব্যানার্জী
তারিখ-- ১২/১১/২০২৫
শিশু কেমন আস্তে আস্তে হচ্ছে পরাধীন
সভ্য সমাজ তাকিয়ে দেখে রাতের পরে দিন।
সকাল বেলা স্কুলের পথে বাবার হাতটি ধরে
একলা পথে ভীষণ বিপদ পাচার চক্র ঘোরে।
ছোট্ট শিশু জন্মের পরে পায় না মায়ের সুখ
গর্ভধারিণী পালায় ফেলে দেখে না শিশুর মুখ।
ভাড়াটে গর্ভে জন্ম শিশুর মায়ের ঠিকানা নাই
গর্ভ এখন বিক্রি হচ্ছে শিশুরা স্বাধীন কই ?
নতুন কুঁড়ি উঠছে ফুটে পোকার কামড় খেয়ে
পাপড়ি তবুও মেলছে শিশু সুখের তরনী বেয়ে।
ইট কাঠ পাথরের তৈরি ইমারতের ভিড়ে
খেলার মাঠ হারিয়ে শিশু মোবাইলে যায় ফিরে।
স্বাধীন হওয়ার উপায় কোথা খাঁচার পাখি হয়ে
শিকল বাঁধা শিশুর পায়ে পাহাড় প্রমাণ বইয়ে।
শিশুর কান্না শোনে না মা ব্যাস্ত সদাই ফোনে
মনের বিকাশ গল্প কথায় ইচ্ছেরা থাকে মনে।
ফ্ল্যাট বাড়িতে বন্দী জীবন আকাশ যায় না দেখা
শুকতারটি কোন আকাশে শিশুর হয়না শেখা।
পথের ধারে কত শিশুর স্কুলে পড়তে ইচ্ছা করে
অঙ্গনওয়াড়ি নামের স্কুলে খিচুড়ি দেয় পড়া দূরে।
স্বাধীন ভাবে শিশুর পড়ার বিদ্যালয়েও ফাঁকি
সভ্য সমাজ অশিক্ষার আঁধারে ডুবতে নেই আর বাকি।
সময় থাকতে স্বাধীন হউক শিশুর চলার পথ
বুদ্ধি বিবেক জ্ঞানের বিকাশে নতুন মতামত।
1 month ago | [YT] | 14