দ্বারকায় রাজকাজ সামলে কৃষ্ণ কিছুদিনের জন্য মথুরায় এসেছেন। শহরে হৈচৈ, উল্লাস – কৃষ্ণ এসেছেন, সবাই যেন প্রাণ ফিরে পেয়েছে। কিন্তু বৃন্দাবনের পথ ধরে কেউ নীরবে কাঁদছে – রাধা।
রাধা জানতেন, কৃষ্ণ এখন রাজাধিরাজ, তাঁর জীবন আজ রাজনীতির, যুদ্ধের, ধর্মরক্ষার। কিন্তু হৃদয়ের গভীরে, তিনি আজও সেই বনের রাখাল, যার চোখে ছিল শুধু রাধা।
একদিন, কৃষ্ণ রাজপথে রথে চড়ে যাচ্ছিলেন মথুরার রাজবাড়ির দিকে। চারিদিকে জয়ধ্বনি, ফুল বর্ষণ। ঠিক সেই মুহূর্তে জনতার ভিড় ঠেলে এক অপরূপা রমণী রথের কাছে এসে দাঁড়ালেন। তিনি রাধা। কৃষ্ণ থমকে গেলেন।
রাধার চোখে জল, ঠোঁটে নীরব অভিমান। তিনি কৃষ্ণের দিকে চেয়ে শুধু বললেন:
"তুমি তো চলে গিয়েছিলে ধর্মরক্ষায়, কিন্তু কে রক্ষা করবে হৃদয়ভাঙা প্রেমের ধর্ম?"
চারিদিকে নীরবতা। কৃষ্ণ রথ থেকে নেমে এলেন। তাঁর চোখেও জল।
"রাধে, তুমি যেখানে আছো, সেখানেই আমি আছি। আমার রাজত্ব বাইরে, কিন্তু রাজা তো তোমার হৃদয়ে বন্দী।"
রাধা কিছু বললেন না। শুধু কৃষ্ণের দিকে একটুখানি হাসলেন, যেটা ছিল তার অন্তিম বিদায়।
রথ আবার চলতে লাগলো। রাধা ফিরে গেলেন বৃন্দাবনের পথে, আর কৃষ্ণ রইলেন তাঁর রাজধর্মের পথে।
কিন্তু আকাশের তারা জানত — রাধা কখনো কৃষ্ণকে হারাননি, আর কৃষ্ণ রাধাকে কখনো ভুলেননি।
ISKCON TV 24 RANGPUR
গল্পের নাম: “বিদায় বেলায় রাধার অভিমান”
দ্বারকায় রাজকাজ সামলে কৃষ্ণ কিছুদিনের জন্য মথুরায় এসেছেন। শহরে হৈচৈ, উল্লাস – কৃষ্ণ এসেছেন, সবাই যেন প্রাণ ফিরে পেয়েছে। কিন্তু বৃন্দাবনের পথ ধরে কেউ নীরবে কাঁদছে – রাধা।
রাধা জানতেন, কৃষ্ণ এখন রাজাধিরাজ, তাঁর জীবন আজ রাজনীতির, যুদ্ধের, ধর্মরক্ষার। কিন্তু হৃদয়ের গভীরে, তিনি আজও সেই বনের রাখাল, যার চোখে ছিল শুধু রাধা।
একদিন, কৃষ্ণ রাজপথে রথে চড়ে যাচ্ছিলেন মথুরার রাজবাড়ির দিকে। চারিদিকে জয়ধ্বনি, ফুল বর্ষণ। ঠিক সেই মুহূর্তে জনতার ভিড় ঠেলে এক অপরূপা রমণী রথের কাছে এসে দাঁড়ালেন। তিনি রাধা। কৃষ্ণ থমকে গেলেন।
রাধার চোখে জল, ঠোঁটে নীরব অভিমান। তিনি কৃষ্ণের দিকে চেয়ে শুধু বললেন:
"তুমি তো চলে গিয়েছিলে ধর্মরক্ষায়, কিন্তু কে রক্ষা করবে হৃদয়ভাঙা প্রেমের ধর্ম?"
চারিদিকে নীরবতা। কৃষ্ণ রথ থেকে নেমে এলেন। তাঁর চোখেও জল।
"রাধে, তুমি যেখানে আছো, সেখানেই আমি আছি। আমার রাজত্ব বাইরে, কিন্তু রাজা তো তোমার হৃদয়ে বন্দী।"
রাধা কিছু বললেন না। শুধু কৃষ্ণের দিকে একটুখানি হাসলেন, যেটা ছিল তার অন্তিম বিদায়।
রথ আবার চলতে লাগলো। রাধা ফিরে গেলেন বৃন্দাবনের পথে, আর কৃষ্ণ রইলেন তাঁর রাজধর্মের পথে।
কিন্তু আকাশের তারা জানত — রাধা কখনো কৃষ্ণকে হারাননি, আর কৃষ্ণ রাধাকে কখনো ভুলেননি।
1 month ago | [YT] | 8