কবি কাজী নজরুল ইসলামের এ গানের সুর ধরেই যেন বিদায়ের বার্তা নিয়ে নতুনের আবাহনে বিলীন ২০২২। নতুন আলোর প্রত্যয়ে স্বাগত-২০২৩।
আজ রাত পোহালেই আগামীকাল ভোরের পূর্বাকাশে দেখা দেবে নতুন বছরের সূর্য। এসে গেল আরও একটা নতুন বছর। নতুন আশায় বুক বেঁধে নতুন করে পথ চলার ব্রত। কিন্তু, অতীতের বীজেই যে ভবিষ্যতের বৃক্ষ- সে তো আর নতুন নয়। তাই পেছনে ফিরতেই হয়। দেখে নিতে হয়। কেমন গেল, কী মিলল, কী হারাল। আগামীতেই বা কী হবে। এই পেছনে ফিরে দেখাটা পেছনে যাওয়া নয়, আসলে সামনে এগোনোর তাগিদই। কুয়াশা ঘেরা আগামীর পথ হয়তো দেখাবে নতুন দিগন্ত, এই প্রত্যাশা সকলের। সুন্দর-শান্তিময় হোক ২০২৩।
Baundule Biswas
বিদায় ২০২২, স্বাগত ২০২৩!
‘আমার যাবার সময় হলো, দাও বিদায়। মোছ আঁখি, দুয়ার খোলো, দাও বিদায়।’
কবি কাজী নজরুল ইসলামের এ গানের সুর ধরেই যেন বিদায়ের বার্তা নিয়ে নতুনের আবাহনে বিলীন ২০২২। নতুন আলোর প্রত্যয়ে স্বাগত-২০২৩।
আজ রাত পোহালেই আগামীকাল ভোরের পূর্বাকাশে দেখা দেবে নতুন বছরের সূর্য। এসে গেল আরও একটা নতুন বছর। নতুন আশায় বুক বেঁধে নতুন করে পথ চলার ব্রত। কিন্তু, অতীতের বীজেই যে ভবিষ্যতের বৃক্ষ- সে তো আর নতুন নয়। তাই পেছনে ফিরতেই হয়। দেখে নিতে হয়। কেমন গেল, কী মিলল, কী হারাল। আগামীতেই বা কী হবে। এই পেছনে ফিরে দেখাটা পেছনে যাওয়া নয়, আসলে সামনে এগোনোর তাগিদই। কুয়াশা ঘেরা আগামীর পথ হয়তো দেখাবে নতুন দিগন্ত, এই প্রত্যাশা সকলের। সুন্দর-শান্তিময় হোক ২০২৩।
2 years ago | [YT] | 3